Narendra Modi's Trip in America and France

চলতি বছরে মোদীর আমেরিকা ও ফ্রান্স সফরে কত খরচ হল, জানাল কেন্দ্র, হিসাব মিলল গত চার বছরের বিদেশযাত্রারও

গত চার বছরে, অর্থাৎ ২০২১ সাল থেকে ২০২৪ সালের মধ্যে অন্তত ৩৮টি দেশে সফর করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সেই সব বিদেশযাত্রার হিসাব দিল কেন্দ্র। হিসাব মিলল চলতি বছরে মোদীর আমেরিকা ও ফ্রান্স সফরে খরচেরও।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ জুলাই ২০২৫ ১৩:০৮
নরেন্দ্র মোদী।

নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।

গত চার বছরে, অর্থাৎ ২০২১ সাল থেকে ২০২৪ সালের মধ্যে অন্তত ৩৮টি দেশে সফর করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সেই সব বিদেশযাত্রার হিসাব দিল কেন্দ্র। হিসাব মিলল চলতি বছরে মোদীর আমেরিকা ও ফ্রান্স সফরে খরচেরও।

Advertisement

রাজ্যসভায় সরকারপক্ষের কাছে প্রধানমন্ত্রী মোদীর বিদেশ সফরের হিসাব জানতে চেয়েছিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। বৃহস্পতিবার তার জবাব দিয়েছেন বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ। তিনি জানিয়েছেন, ২০২১-২০২৪ সালের মধ্যে মোদীর বিদেশ সফরে সব মিলিয়ে অন্তত ২৯৫ কোটি টাকা খরচ হয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আমেরিকা এবং ফ্রান্সে গিয়েছিলেন মোদী। তার হিসাবও দিয়েছে কেন্দ্র। ফ্রান্সে খরচ হয়েছে ২৫ কোটি টাকার বেশি। আর আমেরিকায় প্রায় ১৭ কোটি টাকা। সৌদি আরবেও প্রায় ১৬ কোটি টাকা খরচ হয়েছে। চলতি বছরে মরিশাস, সাইপ্রাস, কানাডা, ক্রোয়েশিয়া, ঘানা, আর্জেন্টিনা, ব্রাজ়িল, নামিবিয়ায় গিয়েছিলেন। যদিও তার হিসাব এখনও আসেনি। আমেরিকা ও ফ্রান্স-সহ চলতি বছরে মোট পাঁচ দেশে সফরের হিসাব দিয়েছে কেন্দ্র। তাতে সব মিলিয়ে খরচ হয়েছে ৬৭ কোটি টাকার বেশি।

এর আগে মোদীর বিদেশ সফরের যে হিসাব সরকারপক্ষ সংসদে দিয়েছিল, তাতে দেখা গিয়েছে, ২০২৩ সালের জুনে মোদীর আমেরিকা সফরেই সবচেয়ে বেশি খরচ হয়েছে। খরচের অঙ্ক ২২ কোটি ৮৯ লক্ষ ৬৮ হাজার ৫০৯ টাকা। তার আগে ওই বছরের মে মাসে জাপান গিয়েছিলেন মোদী। সেখানে খরচ হয়েছিল প্রায় ১৭ কোটি টাকা। ২০২২ সালের মে মাসে মোদীর নেপালযাত্রায় খরচ হয়েছিল ৮০ লাখ।

২০২৪ সালে তৃতীয় বার প্রধানমন্ত্রী হওয়ার পর পোল্যান্ড, ইউক্রেন, রাশিয়া, ইটালি, ব্রাজ়িল এবং গিনি গিয়েছিলেন প্রধানমন্ত্রী। ইটালিতে মোদীর সফরে খরচ প্রায় সাড়ে ১৪ কোটি। রাশিয়া এবং ব্রাজ়িলে খরচ প্রায় সাড়ে পাঁচ কোটি। ১০ কোটি খরচ হয়েছে পোল্যান্ডে।

Advertisement
আরও পড়ুন