Yogi Adityanath

রেললাইনে ক্ষতবিক্ষত দেহ মিলল যোগী আদিত্যনাথের বাসভবনের নিরাপত্তারক্ষীর! তদন্তে পুলিশ

মৃত যুবকের নাম অঙ্কুর কুমার (২৬)। অঙ্কুর গাজিয়াবাদ পিএসি-র ৪৭তম ব্যাটালিয়নের জওয়ান ছিলেন। মুখ্যমন্ত্রী যোগীর লখনউয়ের বাসভবনের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছিল তাঁকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৫ ২০:৫৯
রেললাইনে ক্ষতবিক্ষত দেহ মিলল যোগী আদিত্যনাথের বাসভবনের নিরাপত্তারক্ষীর!

রেললাইনে ক্ষতবিক্ষত দেহ মিলল যোগী আদিত্যনাথের বাসভবনের নিরাপত্তারক্ষীর! — প্রতিনিধিত্বমূলক চিত্র।

ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাসভবনের নিরাপত্তারক্ষীর। রবিবার সকালে উত্তরপ্রদেশের মিরগঞ্জের কাছে রেললাইন থেকে ওই যুবকের দেহ উদ্ধার হয়েছে। তবে কী ভাবে ওই নিরাপত্তারক্ষীর মৃত্যু হল, তা নিয়ে এখনও ধন্দে পুলিশ। ঘটনায় শুরু হয়েছে তদন্ত।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম অঙ্কুর কুমার (২৬)। অঙ্কুর গাজিয়াবাদ পিএসি-র ৪৭তম ব্যাটালিয়নের জওয়ান ছিলেন। মুখ্যমন্ত্রীর লখনউয়ের বাসভবনের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছিল তাঁকে। রবিবার সকাল সাড়ে ৬টা নাগাদ মিরগঞ্জের কাছে বরেলী-মোরাদাবাদ রেললাইনে অঙ্কুরের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়েরা। ক্ষতবিক্ষত দেহে প্রাণ ছিল না। এর পর স্থানীয়েরাই পুলিশে খবর দেন।

অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) অংশিকা বর্মা বলেন, ‘‘সকাল সাড়ে ৬টা নাগাদ গুলা ফাটকের কাছে বরেলি-মোরাদাবাদ রেললাইনের উপরেই মৃতদেহটি পাওয়া গিয়েছিল। ঘটনাস্থলে পৌঁছে আমরা মৃত ব্যক্তির পাশে একটি মোবাইল ফোন দেখতে পাই। কিছু ক্ষণ পর ওই মোবাইলে একটি ফোন আসে। তখনই জানা যায় যে মৃত যুবক পিএসি কনস্টেবল অঙ্কুর কুমার।’’ পুলিশের তরফে আরও জানানো হয়েছে, অঙ্কুর মুজফ্‌ফরনগরের শিখেদা থানার অন্তর্গত মনোহরা গ্রামের বাসিন্দা ছিলেন। তাঁর বাবার নাম রাকেশ কুমার। ইতিমধ্যেই ওই যুবকের পরিবারকে খবর দেওয়া হয়েছে। কী ভাবে তাঁর মৃত্যু হল, জানতে শুরু হয়েছে তদন্ত।

Advertisement
আরও পড়ুন