India-Pakistan Tensions

‘আমাদের জল আটকে দিলে আপনাদের নিঃশ্বাস বন্ধ করব’! হাফিজ় সইদের সুরেই ভারতকে হুঁশিয়ারি পাক সেনাকর্তার

পহেলগাঁও কাণ্ডের পর পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত রেখেছে ভারত। নয়াদিল্লি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, রক্ত এবং জল একই সঙ্গে বইতে পারে না।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ মে ২০২৫ ০৮:৫২
পাক সেনার মুখপাত্র, লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধরি।

পাক সেনার মুখপাত্র, লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধরি। —ফাইল চিত্র।

সিন্ধু জলবণ্টন চুক্তি নিয়ে ফের ভারতকে হুমকি দিল পাকিস্তান। বৃহস্পতিবার পাক সেনার মুখপাত্র, লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধরি একটি কর্মসূচিতে যোগ দিয়ে ভারতের উদ্দেশে বলেন, “আপনারা যদি আমাদের জল আটকে দেন, তা হলে আমরা আপনাদের নিঃশ্বাস বন্ধ করে দেব।” প্রসঙ্গত, সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় একই ভাষাতেই ভারতকে হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছিল লশকর-এ-ত্যায়বার প্রধান হাফিজ় সইদকে। যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

পাক সেনাকর্তার হিংসাত্মক ওই মন্তব্যকে প্ররোচনা হিসাবেই দেখছে নয়াদিল্লি। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে মুখ খোলেনি ভারত। মুম্বই হামলার চক্রী হাফিজ় বহু বার ভারত এবং আমেরিকার বিরুদ্ধে প্ররোচনামূলক মন্তব্য করেছেন। তাঁর মন্তব্যের সঙ্গে পাক সেনার অন্যতম শীর্ষকর্তার মন্তব্য হুবহু মিলে যাওয়া সে দেশে জঙ্গি-সেনা আঁতাঁতের অকাট্য প্রমাণ বলে মনে করছেন ভারতের অনেকেই।

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়। এই ঘটনায় পাক মদতপুষ্ট জঙ্গিদের হাত থাকার ইঙ্গিত মিলতেই ইসলামাবাদের সঙ্গে সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করে দেয় নয়াদিল্লি। সিন্ধু এবং তার উপনদীগুলির জল দু’দেশের মধ্যে কী ভাবে বণ্টিত হবে, তা চূড়ান্ত করতে ১৯৬০ সালে দুই দেশের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তিতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছিল বিশ্বব্যাঙ্ক।

চুক্তি অনুসারে, জল ধরে রাখা এবং ছাড়ার পরিমাণ সংক্রান্ত পরিসংখ্যান একে অপরের সঙ্গে ভাগ করে নেওয়ার কথা দুই দেশের। কিন্তু পহেলগাঁও কাণ্ডের পর ভারত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, রক্ত এবং জল একই সঙ্গে বইতে পারে না। ভারতের এই কূটনৈতিক কৌশলে কিছুটা হলেও বিপাকে পড়েছে ইসলামাবাদ। দুই দেশের মধ্যে সংঘর্ষবিরতি হলেও এখনও এই চুক্তি পুনরায় কার্যকর করার কথা জানায়নি ভারত।

সিন্ধু জলবণ্টন চুক্তি নিয়ে পাকিস্তানের হুমকি অবশ্য নতুন নয়। এপ্রিলের শেষে নয়াদিল্লি-ইসলামাবাদ উত্তেজনার আবহে পাকিস্তানের শাসক জোটের সহযোগী পাকিস্তান পিপল্‌স পার্টি (পিপিপি)-র নেতা বিলাবল ভুট্টো জারদারি বলেছিলেন, ‘‘সিন্ধু আমাদের। হয় সিন্ধু নদ দিয়ে আমাদের প্রাপ্য জল আসবে, নয়তো সিন্ধু দিয়ে ওদের (ভারতীয়) রক্ত বইবে।’’ এ বার প্রায় একই রকম হুঁশিয়ারি দিলেন পাক সেনার মুখপাত্র।

Advertisement
আরও পড়ুন