India-Pakistan Conflicts

‘ভারতের সঙ্গে আলোচনায় বসতে চাই, আপনারা সাহায্য করুন’! পুতিনকে চিঠি লিখে আবেদন পাক প্রধানমন্ত্রীর

রাশিয়ার সংবাদ সংস্থা জানিয়েছে, চলতি সপ্তাহেই পুতিনের উদ্দেশে লেখা পাক প্রধানমন্ত্রী শরিফের একটি চিঠি রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের হাতে তুলে দিয়েছিলেন ফতেমি। সেই চিঠিতেই ভারতের সঙ্গে আলোচনায় বসতে রাশিয়ার সাহায্য চেয়েছেন শরিফ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ জুন ২০২৫ ২০:০৫
Pakistani PM Shehbaz Sharif requested Russian President Vladimir Putin’s assistance in resolving the conflict with India: TASS

(বাঁ দিকে) ভ্লাদিমির পুতিন, শাহবাজ় শরিফ (ডান দিকে)। —ফাইল চিত্র।

ভারতের সঙ্গে এক টেবিলে আলোচনায় বসতে চাইছে পাকিস্তান। এ ব্যাপারে তারা রাশিয়ার সাহায্য চাইল। এর জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একটি চিঠিও দিয়েছেন। এ কথা স্বীকার করেছেন খোদ পাক প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফের ঘনিষ্ঠ সৈয়দ তারিফ ফতেমি। এমনটাই জানাল রাশিয়ার সংবাদ সংস্থা ‘তাস’।

Advertisement

রাশিয়ার সংবাদ সংস্থা জানিয়েছে, চলতি সপ্তাহেই পুতিনের উদ্দেশে লেখা পাক প্রধানমন্ত্রী শরিফের একটি চিঠি রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের হাতে তুলে দিয়েছিলেন ফতেমি। সেই চিঠিতেই ভারতের সঙ্গে আলোচনায় বসতে রাশিয়ার সাহায্য চেয়েছেন শরিফ।

ফতেমিও বলেছেন, ‘‘দ্বন্দ্ব-বিবাদ দূর করতে যে কোনও কূটনৈতিক পদক্ষেপের জন্য প্রস্তুত ইসলামাবাদ। যে কোনও মুহূর্তে যুদ্ধ বেধে যেতে পারে, এমন পরিস্থিতিতে কেউই থাকতে চায় না।’’ পাকিস্তান যে কোনও নিরপেক্ষ মধ্যস্থতার জন্য তৈরি জানিয়ে ফতেমি বলেন, ‘‘আমরা আমেরিকা, ইউরোপ এবং রাশিয়ায় প্রতিনিধিদল পাঠিয়েছি। আমরা সেখানে গিয়ে বলেছি যে, যদি কোনও দেশ বা রাষ্ট্রপুঞ্জ ভারত-পাকিস্তানের দ্বন্দ্ব মেটাতে মধ্যস্থতা করতে চায়, আমরা আলোচনায় বসতে রাজি। ভারত ও পাকিস্তানের এক টেবিলে বসা অত্যন্ত জরুরি।’’

জম্মু-কাশ্মীরে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকে‌ই ভারত ও পাকিস্তানের সম্পর্কে টানাপড়েন বাড়তে থাকে। জঙ্গি হানায় ২৬ জনের মৃত্যুর ঘটনার পর ভারত পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের মূল ভূখণ্ডে হামলা চালিয়ে বেশ কয়েকটি জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে। ভারতীয় সেনার সেই অপারেশন সিঁদুর অভিযানের পর পাকিস্তানও ভারতের উপর হামলার চেষ্টা করে। ভারতীয় সেনা জানিয়েছিল, পাক সেনার সেই হামলা প্রতিহত করে ভারত পাল্টা জবাব দিয়েছে। দিন দুয়েক ধরে সংঘাতের বাতাবরণ জারি থাকার পরে অবশ্য দু’দেশ সংঘর্ষবিরতিতে রাজি হয়। আপাতত সেই অবস্থাই বহাল রয়েছে।

Advertisement
আরও পড়ুন