প্যারাগ্লাইডিয়ের সময় মৃত্যু পাইলট মোহন সিংহের। ছবি: সংগৃহীত।
পর্যটককে নিয়ে পাইলট তখন মাঝ আকাশে। প্যারাগ্লাইডিংয়ের সময় আচমকাই প্যারাশুটে ত্রুটি দেখা দেয়। আর তার পরই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন পাইলট। আকাশে চক্কর কাটকে কাটতে সেটি দ্রুত গতিতে নীচের দিকে নেমে আসতে শুরু করে। পাইলট আপ্রাণ চেষ্টা করেন প্যারাশুট নিয়ন্ত্রণে আনার জন্য। কিন্তু খুব একটা লাভ হয়নি। পর্যটককে নিয়ে নীচে আছড়ে পড়েন। ভয়ানক এই ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের কাংড়ার বীর বিলিংয়ে।
প্রসঙ্গত, হিমাচলের বীর বিলিং প্যারাগ্লাইডিংয়ের জন্য বেশ জনপ্রিয়। প্রচুর পর্যটক এখানে প্যারাগ্লাইডিংয়ের জন্য আসেন। শুক্রবার এক পর্যটককে নিয়ে বীর বিলিংয়ের লঞ্চিং পয়েন্ট থেকে ওড়েন অভিজ্ঞ পাইলট মোহন সিংহ। বীর বিলিং প্যারাগ্লাইডিং অ্যাসোসিয়েশন সূত্রে খবর, ওড়ার পরই প্যারাশুটে ত্রুটি দেখা দেয়। সেটি তখন মাঝ আকাশে। পাইলট নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। লঞ্চ পয়েন্ট থেকে কিছুটা দূরে প্যারাশুটটি পড়ে। গুরুতর জখম হন পাইলট। আহত হন পর্যটকও। দু’জনকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পথেই মৃত্যু হয় পাইলট মোহনের। এই ঘটনার পর এক দিনের জন্য প্যারাগ্লাইডিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় অ্যাসোসিয়েশন।
জানা গিয়েছে, পাইলট মোহন মন্ডী জেলার বারোতের বাসিন্দা। এই ঘটনার পর একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। প্যারাগ্লাইডিং অ্যাসোসিয়েশনও আলাদা ভাবে খতিয়ে দেখছে ওড়ার পর প্যারাশুটে কী ধরনের ত্রুটি দেখা দিয়েছিল। এই ঘটনা আবার প্যারাগ্লাইডিংয়ে পর্যটকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল।