One Handed Catch in SA20

এক ক্যাচে ১ কোটি! গ্যালারিতে বসে মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটারের ক্যাচ ধরে কোটিপতি দর্শক

প্রতিযোগিতার আয়োজকেরা ঘোষণা করেছেন, গ্যালারিতে বসে এক হাতে ক্যাচ ধরতে পারলে ১ কোটি টাকা দেওয়া হবে। সেটাই করে দেখিয়েছেন এক দর্শক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৫ ১৬:০৫
cricket

(বাঁ দিকে) রিকেলটনের ছক্কা মারার মুহূর্ত। এক হাতে ক্যাচ ধরছেন এক দর্শক (ডান দিকে)। ছবি: ভিডিয়ো থেকে।

ক্রিকেট ম্যাচের মাঝে বল বাউন্ডারিতে গিয়ে পড়লে দর্শকদের মধ্যে ক্যাচ ধরার প্রতিযোগিতা চলে। ক্যাচ ধরতে পারলে জায়ান্ট স্ক্রিনে মুখও দেখানো যায়। আর যদি সেই ক্যাচ ধরলে টাকা পাওয়া যায়, তা হলে তো কথাই নেই। তেমনটাই হয়েছে এক দর্শকের সঙ্গে। গ্যালারিতে বসে ক্যাচ ধরে ১ কোটি টাকা পেয়েছেন তিনি।

Advertisement

ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগে। এ বার প্রতিযোগিতার আয়োজকেরা ঘোষণা করেছেন, গ্যালারিতে বসে কোনও দর্শক যদি এক হাতে নিখুঁত ক্যাচ ধরতে পারেন তা হলে তাঁকে পুরস্কার হিসাবে ২ মিলিয়ন রান্ড বা ভারতীয় মুদ্রায় ১ কোটি টাকা দেওয়া হবে।

এমআই কেপটাউন বনাম ডারবান সুপার জায়ান্টসের ম্যাচে সেই ঘটনা ঘটেছে। কেপটাউন আইপিএলের মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজ়ির দল। ডারবান আবার সঞ্জীব গোয়েন্‌কার লখনউ সুপার জায়ান্টস ফ্র্যাঞ্চাইজ়ির দল। মুম্বইয়ের ইনিংসের ১৩তম ওভার কেওয়ানা মাফাকার একটি বলে ছক্কা মারেন রায়ান রিকেলটন। বল গিয়ে পড়ে গ্যালারিতে। সেখানে এক যুবক বাঁহাতে সেই বল তালুবন্দি করেন। তা দেখে বাকি দর্শকেরা তাঁকে ঘিরে উল্লাস করতে থাকেন। জায়ান্ট স্ক্রিনে বেশ কয়েক বার সেই ক্যাচের ভিডিয়ো দেখানো হয়। ধারাভাষ্যকারেরা বলতে থাকেন, এক হাতে নিখুঁত ক্যাচ ধরায় ১ কোটি টাকা পাবেন ওই দর্শক।

সেই ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৩২ রান করে ডারবান। এই প্রতিযোগিতায় এর আগে সর্বাধিক রানের রেকর্ড ছিল সানরাইজার্স ইস্টার্ন কেপের। দ্বিতীয় মরসুমে ফাইনালে ৩ উইকেট হারিয়ে ২০৪ রান করেছিল তারা। সেই রেকর্ড এ দিন ভেঙে গিয়েছে।

ডারবানের দুই ওপেনার নিউ জ়িল্যান্ডের ডেভন কনওয়ে ও কেন উইলিয়ামসন ৮.৩ ওভারে ৯৬ রানের জুটি গড়েন। ২৫ বলে ৪০ রান করে আউট হন উইলিয়ামসন। তার পরেও রান তোলার গতি কমেনি ডারবানের। জস বাটলার ১২ বলে ২০, হাইনরিখ ক্লাসেন ১৪ বলে ২২ রান করেন। কনওয়ে ৩৩ বলে ৬৪ রান করে আউট হন। অধিনায়ক মার্করাম করেন ১৭ বলে ৩৫ রান। ইভান জোনসের ব্যাট থেকে আসে ১৪ বলে ৩৩ রান।

২৩৩ রান তাড়া করতে নেমে বিধ্বংসী ইনিংস খেলেন রিকেলটন। কিন্তু রাসি ভ্যান ডার ডুসেন ও রিজ়া হেনড্রিক্স রান পাননি। জেসন স্মিথ ১৪ বলে ৪১ রান করেন। নিকোলাস পুরান ও ডোয়েন প্রিটোরিয়াসও রান পাননি। পুরো দায়িত্ব গিয়ে পড়ে রিকেলটনের কাঁধে। তিনি ৬৫ বলে ১১৩ রান করেন। তার পরেও জিততে পারেনি মুম্বই। ১৫ রানে হারে তারা। গোটা ম্যাচে দু’দল মিলিয়ে ৪৪৯ রান ওঠে। কিন্তু সে সব ছাপিয়ে শিরোনামে দর্শকেরা সেই এক হাতের ক্যাচ।

Advertisement
আরও পড়ুন