বিরাট কোহলি (বাঁ দিকে) ও যশস্বী জয়সওয়াল। ছবি: এক্স।
সতীর্থের সঙ্গে মশকরার ক্ষেত্রে তাঁর জুড়ি মেলা ভার। খেলার মাঝেই মাঠে গানের তালে কোমরও দোলান। সেই বিরাট কোহলি মশকরা করেছেন যশস্বী জয়সওয়ালের সঙ্গে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে তিনটি ম্যাচই খেলেছিলেন যশস্বী। সেই সময়ই তাঁকে বলিউড অভিনেতা সলমন খানের সঙ্গে তুলনা করেন কোহলি।
দক্ষিণ আফ্রিকা সিরিজ়ের সময় যশস্বীর চুলের ছাঁট নিয়ে মশকরা করেন কোহলি। ‘তেরে নাম’ ছবিতে সলমনের চুলের ছাঁটের সঙ্গে মিল রয়েছে যশস্বীর চুলের ছাঁটের। সেই কারণেই সলমনের উদাহরণ দেন কোহলি। তবে সেটা মাঠের বাইরে। খেলার সময় যশস্বীকে বড় দাদার মতো পরামর্শ দেন কোহলি।
একটি ইউটিউব চ্যানেলে সে কথা জানিয়েছেন যশস্বী। তিনি বলেন, “বিরাট ভাই আমাকে বার বার বলছিল, ‘তুই কি তেরে নামের সলমন খান?’ সেই ছবিতে ‘লগন লগ গয়ি হ্যায়’ বলে একটা গান আছে। সেই গান গেয়ে আমার সামনে বিরাট ভাই বার বার নাচছিল। খুব মজা করছিল। ব্যাট করতে যাওয়ার আগেও সেটা থামছিল না। ওর মশকরার অভ্যাস রয়েছে। কিন্তু ব্যাট করতে নামার পর বিরাট ভাই সিরিয়াস। তখন শুধু খেলা নিয়ে ভাবে।”
দক্ষিণ আফ্রিকা সিরিজ়েই এক দিনের ক্রিকেটে নিজের প্রথম শতরান করেছেন যশস্বী। উল্টো দিকে তখন কোহলি। তাঁর এই ইনিংসে কোহলির কতটা গুরুত্ব ছিল, সে কথাও জানিয়েছেন যশস্বী। তিনি বলেন, “আমরা কথা বলছিলাম। বিরাট ভাই বার বার বলছিল, কোথায় শট খেললে রান আসবে। বল মারার সময় শরীরের অবস্থান কেমন হবে সেই পরামর্শও দিচ্ছিল। সেগুলো কাজে দিয়েছে। বিরাট ভাইয়ের সঙ্গে খেলার মজাই আলাদা।”
দক্ষিণ আফ্রিকা সিরিজ়ে রান পাওয়ায় নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়েও হয়তো জায়গা পাবেন যশস্বী। তবে প্রথম একাদশে তাঁর খেলার সম্ভাবনা কম। কারণ, সেই সিরিজ়ে ভারতীয় দলে প্রত্যাবর্তন হতে পারে অধিনায়ক শুভমন গিলের। তেমনটা হলে রোহিত শর্মার সঙ্গে শুভমনই ওপেন করবেন। সে ক্ষেত্রে হয়তো বেঞ্চেই বসে থাকতে হবে যশস্বীকে।