Dalit Teen Assaulted

দলিত তরুণকে যৌন হেনস্থা, গায়ে প্রস্রাবের অভিযোগ! ভিডিয়োবন্দি করা হয় ঘটনা, মামলা রাজস্থানে

গ্রামের একটি বিয়েবাড়িতে বরযাত্রীদের যাওয়া দেখছিলেন এক দলিত তরুণ। সেই সময়েই ‘উচ্চবর্ণের’ দুই ব্যক্তি তাঁর উপর চড়াও হন বলে অভিযোগ। দলিত তরুণকে যৌন হেনস্থা করে তাঁর গায়ে প্রস্রাব করে দেন ওই দুই অভিযুক্ত।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১৫:৫০
রাজস্থানে দলিত তরুণকে হেনস্থা এবং মারধরের অভিযোগ।

রাজস্থানে দলিত তরুণকে হেনস্থা এবং মারধরের অভিযোগ। —প্রতিনিধিত্বমূলক ছবি।

দলিত তরুণকে যৌন হেনস্থা এবং তাঁর গায়ে প্রস্রাব করার অভিযোগ উঠল রাজস্থানে। ঘটনাটি ঘটেছে রাজস্থানের সীকর জেলায়। ১৯ বছর বয়সি ওই তরুণকে লোহার রড দিয়ে মারধরও করা হয়েছে বলে অভিযোগ। শুধু তা-ই নয়, গোটা ঘটনার ভিডিয়োও করা হয়। রাজস্থানের ওই ঘটনায় ‘উচ্চবর্ণের’ দুই অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।

Advertisement

ঘটনাটি ঘটেছিল গত ৮ এপ্রিল। তবে ঘটনার পর ভয়ে থানায় অভিযোগ জানাতে পারেননি ওই তরুণ। চলতি সপ্তাহে ওই তরুণ স্থানীয় থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। তার পরেই ঘটনার কথা প্রকাশ্যে আসে। ওই দলিত তরুণের দাবি, ঘটনার দিন সন্ধ্যায় তিনি পরিবারের সঙ্গে গ্রামে একটি বিয়েবাড়িতে বরযাত্রীদের যাওয়া দেখছিলেন। সেই সময়েই উচ্চবর্ণের দুই ব্যক্তি তাঁর উপর চড়াও হন বলে অভিযোগ। তরুণের দাবি, অভিযুক্তেরা তাঁর উদ্দেশে জাতপাত নিয়ে অশ্রাব্য মন্তব্য করতে থাকেন। অভিযোগ, এর পরেই তাঁকে পরনের পোশাক খুলতে বাধ্য করা হয় এবং যৌন হেনস্থা করা হয়। শেষে লোহার রড দিয়ে মারধর করে গায়ে প্রস্রাব করে দেওয়া হয় বলে অভিযোগ তরুণের। ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। তফসিলি জাতি এবং জনজাতি আইনের আওতায় মামলা দায়ের হয়েছে।

বিজেপিশাসিত রাজস্থানে দলিত তরুণের উপর এই অত্যাচারের অভি‌যোগ প্রকাশ্যে আসতেই সমালোচনায় বিঁধতে শুরু করেছে কংগ্রেস। রাজস্থান বিধানসভার বিরোধী দলনেতা তিকারাম জুল্লির বক্তব্য, “বিজেপি সরকারের আমলে দলিতদের উপর অত্যাচার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সীকরে যা ঘটেছে, তা অতীতের সব সীমা ছাড়িয়ে গিয়েছে।” যদিও শাসকদল বিজেপির দাবি, তাদের সরকার এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করবে। রাজস্থানে বিজেপির মুখপাত্র লক্ষ্মীকান্ত ভরদ্বাজ বলেন, “আমাদের সরকার এই ঘটনাগুলিকে গুরুত্ব দিয়ে দেখে। এই ঘটনায় যথাযথ তদন্ত শুরু করা হবে এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে।”

Advertisement
আরও পড়ুন