Police station Roof Collapses

ঝড়বৃষ্টিতে ধসে পড়ল থানার ছাদ, কর্তব্যরত অবস্থায় প্রাণ গেল সাব-ইনস্পেক্টরের

রবিবার সকালে অন্য পুলিশকর্মীরা থানায় পৌঁছে দেখেন ছাদ ভেঙে চাপা পড়েছেন বীরেন্দ্রকুমার মিশ্র। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ মে ২০২৫ ১৫:৪২
মৃত পুলিশকর্মী বীরেন্দ্রকুমার মিশ্র।

মৃত পুলিশকর্মী বীরেন্দ্রকুমার মিশ্র। ছবি: সংগৃহীত।

ভারী বৃষ্টি, ঝড়ে ধসে পড়ল গাজ়িয়াবাদের একটি থানার ছাদ। চাপা পড়ে মারা গেলেন ৫৮ বছরের সাব ইনস্পেক্টর। রবিবার ভোরে এই ঘটনাটি হয়েছে। সকালে অন্য পুলিশকর্মীরা থানায় পৌঁছে দেখেন ছাদ ভেঙে চাপা পড়েছেন বীরেন্দ্রকুমার মিশ্র। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

গত কয়েক দিন ধরেই দিল্লি, পশ্চিম উত্তরপ্রদেশে ঝড়বৃষ্টি হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাজ়িয়াবাদের অঙ্কুর বিহারের থানায় অ্যাসিসট্যান্ট পুলিশ কমিশনারের দফতরে নিযুক্ত ছিলেন বীরেন্দ্র। শনিবার রাতে সেখানেই ঘুমিয়ে পড়েছিলেন। রবিবার ভোরে ভেঙে পড়ে সেই দফতরের ছাদ। সকালে পুলিশকর্মীরা গিয়ে বীরেন্দ্রকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। যদিও শেষরক্ষা হয়নি।

উত্তরপ্রদেশের রিলিফ কমিশনারের দফতরের তরফে জানানো হয়েছে, ২১ মে রাত ৮টা থেকে ২২ মে বিকেল ৪টে পর্যন্ত গোটা রাজ্যে ঝড়বৃষ্টির জেরে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪৯ জন। গাছ পড়ে, দেওয়াল ধসে বা বাজ পড়ে মৃত্যু হয়েছে তাঁদের।

Advertisement
আরও পড়ুন