Pregnant Woman Thrown Out of Moving Train

ধর্ষণে বাধা, অন্তঃসত্ত্বাকে চলন্ত ট্রেন থেকে ছুড়ে ফেলে দিলেন যুবক!

পুলিশ জানিয়েছে, ট্রেনটি জোলারপেট্টাই স্টেশন ছেড়ে বেরোনোর মুহূর্তে মহিলা-কামরায় ওঠেন এক যুবক। একটি সিটে বসেন কিছু ক্ষণ। কিন্তু তাঁর নজর ছিল মহিলার দিকে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:০৮
ধর্ষণে বাধা পেয়ে অন্তঃসত্ত্বাকে খুনের চেষ্টা যুবকের (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

ধর্ষণে বাধা পেয়ে অন্তঃসত্ত্বাকে খুনের চেষ্টা যুবকের (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

ধর্ষণে বাধা দেওয়ার চেষ্টা করতেই অন্তঃসত্ত্বাকে চলন্ত ট্রেন থেকে ছুড়ে দেওয়ার অভিযোগ উঠল তামিলনাড়ুর কোয়েম্বত্তূরে। তিরুপতি ইন্টারসিটি এক্সপ্রেসে করে তিরুপুর থেকে অন্ধপ্রদেশের চিত্তুরে যাচ্ছিলেন মহিলা। তিনি একাই সফর করছিলেন ট্রেনে।

Advertisement

বৃহস্পতিবার সকাল ৬টা ৪০ মিনিটে তিরুপতি ইন্টারসিটি এক্সপ্রেসের অসংরক্ষিত কামরায় ওঠেন মহিলা। তিনি মহিলা-কামরাতে ছিলেন। তাঁর সঙ্গে ওই কামরায় আরও সাত জন যাত্রী ছিলেন। সকাল সওয়া ১০টা নাগাদ ট্রেনটি জোলারপেট্টাই স্টেশনে পৌঁছয়। মহিলা-কামরায় থাকা সাত যাত্রীই ওই স্টেশনে নেমে যান। ফলে কামরায় অন্তঃসত্ত্বা একাই ছিলেন।

পুলিশ জানিয়েছে, ট্রেনটি জোলারপেট্টাই স্টেশন ছেড়ে বেরোনোর মুহূর্তে ওই কামরায় ওঠেন এক যুবক। একটি সিটে বসেন কিছু ক্ষণ। কিন্তু তাঁর নজর ছিল মহিলার দিকে। ট্রেনটি গতি বৃদ্ধি করতেই মহিলার পাশে গিয়ে বসেন যুবক। অভিযোগ, তার পরই মহিলাকে ধর্ষণ করার চেষ্টা করেন। লাথি, ঘুষি মেরে যুবককে সরানোর চেষ্টা করেন মহিলা। ধর্ষণে বাধা পেয়ে মহিলাকে টানতে টানতে দরজার কাছে নিয়ে যান যুবক। তার পর চলন্ত ট্রেন থেকে ছুড়ে ফেলে দেন।

পুলিশ জানিয়েছে, কোয়েম্বত্তূর থেকে কিছুটা দূরে রেললাইনের ধারে এক মহিলাকে পড়ে থাকতে দেখেন স্থানীয়েরা। তাঁরাই পুলিশের খবর দেন। পুলিশ এসে গুরুতর জখম অবস্থায় মহিলাকে হাসপাতালে ভর্তি করায়। তাঁর হাত, পা এবং মাথায় চোট রয়েছে। ভেলোরের সরকারি হাসপাতালে চিকিৎসা চলছে অন্তঃসত্ত্বার। জানা গিয়েছে, মহিলা বাপের বাড়িতে যাচ্ছিলেন। তখনই এই ঘটনা ঘটে। মহিলার বয়ানের ভিত্তিতে একটি মামলা দায়ের করেছে পুলিশ। অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।

Advertisement
আরও পড়ুন