Narendra Modi Canada Visit

ত্রিদেশীয় সফরে গেলেন মোদী, কানাডার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে যোগ দেবেন জি-৭ সম্মেলনেও

ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতি পরবর্তী সময়ে এই প্রথম বিদেশ সফর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সাইপ্রাস হয়ে কানাডায় যাবেন তিনি। সেখানে জি-৭ শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ জুন ২০২৫ ১৫:২০
রবিবার ত্রিদেশীয় সফরে শুরুর আগে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রবিবার ত্রিদেশীয় সফরে শুরুর আগে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: পিটিআই।

পাঁচ দিনের ত্রিদেশীয় সফরে রওনা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতি পরবর্তী সময়ে এটিই প্রথম বিদেশ সফর মোদীর। ভূমধ্যসাগরীয় দ্বীপরাষ্ট্র সাইপ্রাস হয়ে কানাডায় যাবেন তিনি। পরে সেখান থেকে যাবেন দক্ষিণ-পূর্ব ইউরোপীয় রাষ্ট্র ক্রোয়েশিয়ায়। কানাডায় জি-৭ বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। ভারত এবং কানাডার সাম্প্রতিক কূটনৈতিক সম্পর্কের টানাপড়েনের মাঝে প্রধানমন্ত্রীর এই সফর আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

Advertisement

বিদেশ সফর শুরুর সময় রবিবার প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, সাইপ্রাস, কানাডা এবং ক্রোয়েশিয়া সফরে আগামী কয়েক দিনে দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন তিনি। সাইপ্রাসে পৌঁছে সে দেশের প্রেসিডেন্ট ক্রিস্টোডোলিডেসের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তাঁর। এ ছাড়া অন্য বিশিষ্টজনেদের সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে। মোদী সমাজমাধ্যমে লিখেছেন, ভূমধ্যসাগরীয় অঞ্চলে এবং ইউরোপীয় ইউনিয়নে সাইপ্রাস এক গুরুত্বপূর্ণ সঙ্গী। তাঁর এই সফর ভারতের সঙ্গে সাইপ্রাসের বাণিজ্যিক এবং সাংস্কৃতিক বন্ধনে আরও মজবুত করবে বলে আশাবাদী মোদী।

সোমবার সাইপ্রাস থেকেই কানাডার উদ্দেশে রওনা দেওয়ার কথা মোদীর। বুধবার পর্যন্ত সেখানে থাকবেন তিনি। প্রধানমন্ত্রী সমাজমাধ্যমে লিখেছেন, কানাডায় জি-৭ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি। এই সম্মেলন বৈশ্বিক বিভিন্ন বিষয়ে মত বিনিময়ের গুরুত্বপূর্ণ মঞ্চ বলে মনে করছেন তিনি। প্রধানমন্ত্রী আরও জানান, একই সঙ্গে ‘গ্লোবাল সাউথ’ (দক্ষিণ গোলার্ধের উন্নয়নশীল এবং স্বল্প উন্নত দেশগুলিকে এই নামে ডাকা হয়)-এর অগ্রাধিকারের বিষয়গুলিকেও বিস্তারিত ভাবে আলোচনার মঞ্চ পাওয়া যাবে এই সম্মেলনে। কানাডা সফর সংক্রান্ত ওই পোস্টটিতে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নকেও ট্যাগ করেছেন তিনি।

বস্তুত, কার্নের পূর্বসূরি জাস্টিন ট্রুডোর জমানায় খলিস্তানি বিচ্ছিন্নতাবাদে কানাডার মদত ঘিরে নয়াদিল্লি এবং অটোয়ার কূটনৈতিক সম্পর্ক তলানিতে পৌঁছেছিল। কার্নে অবশ্য ক্ষমতায় এসেই ভারতের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করার বার্তা দেন।

বিশ্বের সাত উন্নত অর্থনীতির দেশের অক্ষ হল জি-৭। জি-৭ জোটের সঙ্গে সরাসরি যুক্ত নয় ভারত। তবে রীতি অনুযায়ী, আয়োজক দেশ জি-৭ জোটের বাইরে থাকা কোনও দেশকেও বৈঠকে যোগ দেওয়ার আহ্বান জানায়। ২০২০ সাল বাদ দিয়ে গত পাঁচ বছর ধরে জি৭ সম্মেলনে আমন্ত্রিত সদস্য হিসাবে উপস্থিত থেকেছে ভারত। তবে এ বার জি-৭ শীর্ষ সম্মেলন আয়োজিত হচ্ছে কানাডায়। সে ক্ষেত্রে ভারত-কানাডা কূটনৈতিক সম্পর্কের কারণে মোদী ওই বৈঠকে থাকবেন কি না, তা নিয়ে বিভিন্ন জল্পনা শুরু হয়েছিল। তবে শেষ পর্যন্ত জি-৭ বৈঠকে যোগ দিতে কানাডায় যাচ্ছেন তিনি।

Advertisement
আরও পড়ুন