রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। — ফাইল চিত্র।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই হাতেকলমে কাজ পুরোপুরি শেষ করে না দিলেও ভারতের দুর্বল শিক্ষা ব্যবস্থা এমন পরিস্থিতি তৈরি করতে পারে, যেখানে দেশ প্রয়োজনীয় কাজের জন্য উপযুক্ত কর্মীই পাবে না। বিশ্ব জুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার বাড়বাড়ন্তের মধ্যেই এই মন্তব্য করেছেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন।
এক পডকাস্টে বিষয়টি নিয়ে আলোচনার সময় রাজন বলেন, ভারত এআই-নির্ভর ভবিষ্যতের দিকে দ্রুত এগোচ্ছে, কিন্তু দেশের কর্মশক্তির বড় অংশই পর্যাপ্ত প্রশিক্ষণ পাননি। রাজনের মতে, এখনই নতুন করে ভাবতে হবে, ভারত কী ভাবে তার তরুণ প্রজন্মকে কাজের জন্য প্রস্তুত করবে। শুধু শিক্ষাগত ডিগ্রির পেছনে না ছুটে বাস্তব দক্ষতার ওপর জোর দেওয়া জরুরি।
রাজন বলেন, “অনেক কাজ আছে, যেখানে হাতে কাজ করতে হয়। এআই-এর যুগে কলের মিস্ত্রির কাজ শেষ হয়ে যাবে, এমন নয়।” এর পরেই তিনি কলের মিস্ত্রি, বিমানের ইঞ্জিন মেরামতির মতো পেশার উদাহরণ দিয়ে জানান, এই ধরনের কাজ কৃত্রিম বুদ্ধিমতার মতো বিষয়ের প্রভাবমুক্ত ঠিকই, কিন্তু ভারতের সমস্যা হল, দেশের বর্তমান শিক্ষাব্যবস্থা পড়ুয়াদের গণিত, বিজ্ঞান বা যোগাযোগ দক্ষতার মতো প্রাথমিক বিষয়েই দুর্বলকরে তুলছে।