India-Pakistan Ceasefire

ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা: বিশেষ অধিবেশনে আলোচনা চেয়ে মোদীকে চিঠি রাহুলের

যুদ্ধবিরতি ঘোষণার পরই কংগ্রেসের মধ্যে থেকে সংসদে বিশেষ অধিবেশন ডাকার দাবি উঠেছে। ট্রাম্পের ঘোষণাকে ‘নজিরবিহীন’ বলে উল্লেখ করে কংগ্রেসের তরফে পরবর্তী বেশ কয়েকটি পদক্ষেপের দাবি জানানো হয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ মে ২০২৫ ১৭:২৮
Rahul Gandhi writes to Prime Minister Narendra Modi on discussion of ceasefire

(বাঁ দিক থেকে) ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদী এবং রাহুল গান্ধী। —ফাইল চিত্র।

ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা প্রথম করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বার ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা নিয়ে আলোচনা চান লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সেই মর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন তিনি। চিঠিতে রাহুলের দাবি, সংসদে বিশেষ অধিবেশন ডাকা হোক। সেখানেই ‘অপারেশন সিঁদুর’ এবং যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চান রাহুল।

Advertisement

সংক্ষিপ্ত চিঠিতে রাহুল লেখেন, ‘‘আমি অবিলম্বে সংসদের একটি বিশেষ অধিবেশন ডাকার জন্য বিরোধীদের সর্বসম্মত অনুরোধ পুনর্ব্যক্ত করছি। পহেলগাঁওয়ের জঙ্গি হামলা, অপারেশন সিঁদুর, এবং মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধবিরতি ঘোষণা নিয়ে আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতের চ্যালেঞ্জগুলি মোকাবিলায় সম্মিলিত সংকল্প দেখানোর একটি সুযোগও হবে। আমি বিশ্বাস করি, আপনি বিষয়টি গুরুত্ব সহকারে এবং দ্রুত বিবেচনা করবেন।’’ শুধু রাহুল একা নন, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গেও একই অনুরোধ করেন প্রধানমন্ত্রীকে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা রাহুল গান্ধীর চিঠি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা রাহুল গান্ধীর চিঠি। ছবি: সংগৃহীত।

যুদ্ধবিরতি ঘোষণার পরই কংগ্রেসের মধ্যে থেকে সংসদে বিশেষ অধিবেশন ডাকার দাবি উঠেছে। ট্রাম্পের ঘোষণাকে ‘নজিরবিহীন’ বলে উল্লেখ করে কংগ্রেসের তরফে পরবর্তী বেশ কয়েকটি পদক্ষেপের দাবি জানানো হয়। কংগ্রেসের তরফে জয়রাম রমেশ স্মরণ করিয়ে দেন, বর্তমান পরিস্থিতিতে মোদী সরকারের কী করা উচিত। তিনি মনে করেন, তাঁর দাবিগুলি আগের তুলনায় সংঘর্ষবিরতি ঘোষণার পর অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে একটি সর্বদল বৈঠকের আহ্বান জানান জয়রাম।

শনিবার বিকেলে প্রথমে নিজের সমাজমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ ট্রাম্প বলেন, ‘‘আমেরিকার মধ্যস্থতায় রাতভর (আমেরিকার সময় অনুযায়ী) আলোচনার পর, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, যে ভারত এবং পাকিস্তান অবিলম্বে পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।’’

Advertisement
আরও পড়ুন