Rajasthan Governor

আকবর জোধাবাঈকে বিয়েই করেননি, মিথ্যা কথা লেখা আছে ইতিহাস বইয়ে! দাবি রাজস্থানের রাজ্যপালের

বুধবার রাজস্থানের উদয়পুরে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সে রাজ্যের রাজ্যপাল বাগাড়ে। সেখানেই তিনি বলেন, “এটা বলা হয় যে, জোধা আর আকবর বিয়ে করেছিলেন। এই গল্পের উপর ভিত্তি করে একটি সিনেমাও হয়েছে। কিন্তু এটা একটা মিথ্যা।”

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ মে ২০২৫ ১১:৩০
আকবরের বিয়ে নিয়ে রাজস্থানের রাজ্যপালের দাবি ঘিরে শোরগোল।

আকবরের বিয়ে নিয়ে রাজস্থানের রাজ্যপালের দাবি ঘিরে শোরগোল। —ফাইল চিত্র।

মোগল সম্রাট আকবর জোধাবাঈকে বিয়েই করেননি। ইতিহাস বইয়ে ‘মিথ্যা কথা’ লেখা রয়েছে। বুধবার এমনই দাবি করলেন রাজস্থানের রাজ্যপাল হরিভাও বাগাড়ে। তাঁর এই বক্তব্যকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে।

Advertisement

বুধবার রাজস্থানের উদয়পুরে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বাগাড়ে। সেখানেই তিনি বলেন, “এটা বলা হয় যে, জোধা আর আকবর বিয়ে করেছিলেন। এই গল্পের উপর ভিত্তি করে একটি সিনেমাও হয়েছে। ইতিহাস বইয়ে একই কথা বলা হয়। কিন্তু এটা একটা মিথ্যা।”

পুরনো বিতর্ক উস্কে দিয়ে রাজস্থানের রাজ্যপালের দাবি, আকবর আসলে অম্বরের রাজা ভারমলের কন্যাকে বিয়ে করেছিলেন। প্রসঙ্গত, জয়পুরের নিকটবর্তী এলাকায় ছিল সেই সময়কার অম্বর। এই অম্বর শাসন করতেন কছওহার রাজপুতেরা।

ভুল ইতিহাস জানানোর জন্য ব্রিটিশদেরই দায়ী করেন রাজস্থানের রাজ্যপাল। তিনি বলেন, “আমাদের দেশনায়কদের ইতিহাস বদলে দিয়েছিল ব্রিটিশরা। তাঁদের লেখা ইতিহাস গ্রহণযোগ্য নয়। পরে কয়েক জন ভারতীয় ইতিহাস লেখেন। কিন্তু সেগুলোও ব্রিটিশদের দ্বারা প্রভাবিত।” বাগাড়ে অবশ্য দাবি করেন, ভুল সংশোধন করে নয়া জাতীয় শিক্ষানীতিতে দেশের সভ্যতা এবং সংস্কৃতি রক্ষায় নতুন প্রজন্মকে প্রস্তুত করা হবে। মহারানা প্রতাপ এবং ছত্রপতি শিবাজীকে ‘জাতীয়তাবাদের প্রতীক’ বলেও অভিহিত করেন রাজস্থানের রাজ্যপাল।

Advertisement
আরও পড়ুন