New Born Baby of Tejashwi Yadav

কলকাতায় পুত্রসন্তানের জন্ম দিলেন তেজস্বীর স্ত্রী, ফের দাদু হলেন লালু, সদ্যোজাতকে দেখতে হাসপাতালে মমতা

সোমবার কলকাতার একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন লালুর কনিষ্ঠপুত্র তেজস্বী যাদবের স্ত্রী রাজশ্রী। মঙ্গলবার সকালে সমাজমাধ্যমে একটি পোস্ট করে নিজেই সুখবর জানিয়েছেন তেজস্বী।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ মে ২০২৫ ১০:২৯
হাসপাতালে তেজস্বীর পুত্রসন্তানকে দেখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রয়েছেন তেজস্বী, তাঁর স্ত্রী রাজশ্রী, লালপ্রসাদ যাদব এবং রাবড়ী দেবীও।

হাসপাতালে তেজস্বীর পুত্রসন্তানকে দেখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রয়েছেন তেজস্বী, তাঁর স্ত্রী রাজশ্রী, লালপ্রসাদ যাদব এবং রাবড়ী দেবীও। ছবি: সংগৃহীত।

ফের দাদু হলেন লালুপ্রসাদ যাদব। মঙ্গলবার সকালে কলকাতার একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন লালুর কনিষ্ঠপুত্র তেজস্বী যাদবের স্ত্রী রাজশ্রী। সকালে সমাজমাধ্যমে একটি পোস্ট করে নিজেই সুখবর জানিয়েছেন তেজস্বী। তিনি লেখেন, “সুপ্রভাত! অবশেষে অপেক্ষার অবসান! আমাদের ছোট্ট শিশুসন্তানের আসার খবর জানাতে পেরে আমি ধন্য।” সমাজমাধ্যমে সদ্যোজাতের ছবিও পোস্ট করেন লালু-পুত্র।

Advertisement

মঙ্গলবার বেলায় সদ্যোজাতকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তেজস্বীকে পাশে নিয়ে তিনি বলেন, “খুব ভাল খবর। সদ্যোজাত শুভকামনা নিয়ে এসেছে। সামনেই বিহারে ভোট। কাল রাতেই আমায় খবর দিয়েছিল। লালুজি, রাবড়ীদেবীর সঙ্গে কথা হল।”

বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বীর সঙ্গে রাজশ্রীর বিয়ে হয় ২০২১ সালের ডিসেম্বর মাসে। ২০২৩ সালের মার্চে কন্যাসন্তানের পিতা হন তেজস্বী। সোমবার তেজস্বী-পত্নীর কোলে এল পুত্রসন্তান।

রাজশ্রী গত কয়েক দিন ধরেই কলকাতার একটি হাসপাতালে ভর্তি আছেন। স্ত্রীর পাশে থাকতে শহরে রয়েছেন তেজস্বীও। রবিবার কলকাতায় আসেন লালু, তাঁর স্ত্রী রাবড়ী এবং লালুর কন্যা মিসা ভারতী।

Advertisement
আরও পড়ুন