সন্দীপা বির্ক। ছবি: সমাজমাধ্যম।
৪০ কোটি টাকা প্রতারণা মামলায় নেটপ্রভাবী তথা এক উদ্যোগপতিকে গ্রেফতার করল ইডি। ধৃতের নাম সন্দীপা বির্ক। সমাজমাধ্যমে তাঁর ১২ লক্ষ অনুগামী রয়েছে। নিজেকে তিনি অভিনেতা এবং কসমেটোলজিস্ট বলেও দাবি করেন সন্দীপা। তাঁকে নিজেদের হেফাজতে নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
ইডি সূত্রে খবর, প্রসধানী দ্রব্যের ব্যবসাকে সামনে রেখে আড়ালে প্রতারণার কাজ চালাতেন তিনি। তাঁর সংস্থার ওয়েবসাইটে যে সব প্রসাধনী দ্রব্যের বিজ্ঞাপন দিতেন এবং যেগুলি বিক্রি করতেন, সেগুলি এফডিএ স্বীকৃত বলে দাবি করতেন। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গিয়েছে পুরো বিষয়টিই ভুয়ো। যেগুলিকে ইডি ‘অপ্রকৃত’ বলে উল্লেখ করেছে।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, সন্দীপার বিরুদ্ধে মোহালিতে একটি থানায় ৪০৬, ৪২০ ধারায় মামলা রুজু করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রতারণা এবং বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে গত মঙ্গলবার এবং বুধবার দিল্লি এবং মুম্বইয়ের বেশ কয়েকটি ঠিকানায় তল্লাশি অভিযান চালায় ইডি। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, আর্থিক প্রতারণার মাধ্যমে নিজের স্থাবর সম্পত্তি বাড়িয়েছেন সন্দীপা। তিনি হাইবুকেয়ার ডট কম নামে নিজের একটি ওয়েবসাইট খুলেছিলেন। সেখানে যে সব প্রসাধনী দ্রব্যের উল্লেখ করা হয়েছিল সেগুলির কোনও অস্তিত্ব পাওয়া যায়নি। এমনকি ওয়েবসাইটের কোনও রেজিস্ট্রেশন ছিল না। যে সংস্থার নাম উল্লেখ করেছিলেন সন্দীপা, সেই সংস্থার কোনও তথ্য পাওয়া যায়নি। ফলে একটি প্রতারণার জাল তৈরি করেছিলেন বলে দাবি তদন্তকারী সংস্থার।
ইডি সূত্রে খবর, তল্লাশি অভিযানে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে। পঞ্জাবের মোহালিতে সন্দীপার বিরুদ্ধে মামলা দায়ের হয়।