সৌদি আরবের যুবরাজ মুহাম্মদ বিন সলমনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।
হজের আবহে ভারত-সহ ১৪টি দেশের নাগরিকদের ভিসা সংক্রান্ত ‘সাময়িক বিধিনিষেধ’ জারি করল সৌদি আরব। সে দেশের বিদেশ মন্ত্রক জানিয়েছে, সংশ্লিষ্ট দেশগুলির বাসিন্দাদের সাময়িক ভাবে ‘ওয়ার্ক ভিসা’ দেওয়া মুলতুবি রাখা হয়েছে।
ভারত ছাড়াও পাকিস্তান, বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, জর্ডন, ইয়েমেন, সুদান, ইরাক, ইথিওপিয়া, নাইজ়িরিয়া, লিবিয়া, কেনিয়া এবং তুরস্ক রয়েছে এই তালিকায়। সাধারণ ভাবে ‘ওয়ার্ক ভিসা’ নিয়ে সংশ্লিষ্ট দেশগুলির নাগরিকেরা সৌদিতে কাজ করতে যান। হজের সময় অতিরিক্ত জমায়েত এড়াতেই সাময়িক ভাবে এই পদক্ষেপ করা হয়েছে বলে সরকারি সূত্রের খবর।
প্রসঙ্গত, এর আগে গত ফেব্রুয়ারিতে ভারত-সহ ১৪টি দেশের ভিসা নীতিতেও বদল এনেছিল সৌদি আরব। জানিয়েছিল, এই দেশগুলির নাগরিকদের এ বার ‘সিঙ্গল এন্ট্রি’ ভিসা দেবে তারা। অর্থাৎ ওই ভিসা দেখিয়ে এক বারই সে দেশে প্রবেশ করতে পারবেন ভারত, পাকিস্তান, বাংলাদেশ-সহ ১৪টি দেশের নাগরিকেরা। ভিসার মেয়াদ ৩০ দিন। অভিযোগ, এত দিন ১৪টি দেশের কিছু বাসিন্দা সৌদির ভিসা (মাল্টিপল এন্ট্রি) নিয়ে হজের সময় নাম অন্তর্ভুক্ত না করিয়েই মক্কায় চলে যেতেন। এর ফলে সেখানে ভিড় বাড়ত। এ বার তা বন্ধ করার জন্য নতুন ব্যবস্থা চালু হয়েছে।