Jammu and Kashmir

‘ওঁর পদোন্নতি হল, আর আমার অবনতি’! মোদীর সামনেই ওমর খোঁচা দিলেন উপরাজ্যপালকে

ওমর আবদুল্লা ২০০৯-১৫ জম্মু ও কাশ্মীর রাজ্যের মুখ্যমন্ত্রী পদে ছিলেন। ২০১৪-১৯ মোদী সরকারের রেল প্রতিমন্ত্রী ছিলেন মনোজ সিন্‌হা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ জুন ২০২৫ ১৬:০১
‘I got demoted’, Jammu and Kashmir Omar Abdullah says when shares stage with PM Narendra Modi

চেনাব সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে (বাঁ দিক থেকে) মনোজ সিন্‌হা,ওমর আবদুল্লা এবং নরেন্দ্র মোদী। ছবি: সংগৃহীত।

চন্দ্রভাগা নদীর উপরে তৈরি করা হয়েছে ‘বিশ্বের সর্বোচ্চ রেলসেতু’ অঞ্জী ব্রিজের উদ্বোধন কর্মসূচিতে একদা পূর্ণাঙ্গ রাজ্য জম্মু ও কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার প্রসঙ্গ তুললেন ওমর আবদুল্লা। আর তা করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতেই খোঁচা দিলেন জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল (লেফটেন্যান্ট গভর্নর) মনোজ সিন্‌হাকে।

Advertisement

ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত জম্মু ও কাশ্মীর রাজ্যের মুখ্যমন্ত্রী পদে ছিলেন। অন্য দিকে, ২০১৪ থেকে ২০১৯ মোদী সরকারের রেল প্রতিমন্ত্রী ছিলেন মনোজ। ওমর শুক্রবার সেই স্মৃতিচারণা করতে গিয়ে বলেন, ‘‘আমি দীর্ঘ দিন ধরেই জম্মু ও কাশ্মীরের মোদীজির সরকারের নানা রেলপ্রকল্পের সাক্ষী। অনন্তনাগ রেলওয়ে স্টেশন, বানিহাল রেলওয়ে সুড়ঙ্গের উদ্বোধন রয়েছে এই তালিকায়।’’

এর পরেই মনোজের দিকে চেয়ে ওমরের মন্তব্য, ‘‘উনি সে সময় রেল প্রতিমন্ত্রী ছিলেন। এখন ওঁর পদোন্নতি হয়েছে। কিন্তু আমার হয়েছে অবনতি। আগে ছিলাম একটি রাজ্যের মুখ্যমন্ত্রী। এখন হয়ে গিয়েছি কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী।’’ যদিও প্রধানমন্ত্রী মোদীর সরকার জম্মু ও কাশ্মীরকে ফের পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেবে বলে আশা প্রকাশ করেছেন ওমর। প্রসঙ্গত, ২০১৯ সালের ৫ অগস্ট কেন্দ্র সংবিধানের ৩৭০ নম্বর অনুচ্ছেদে বর্ণিত জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপ করেছিল মোদী সরকার। সাবেক জম্মু-কাশ্মীর রাজ্যকে দুই কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীর এবং লাদাখে ভাগ করা হয়েছিল। তার আগে ২০১৮ সালে ভেঙে দেওয়া হয়েছিল জম্মু ও কাশ্মীরের বিধানসভা। তার পর সেখানে জারি করা হয়েছিল রাষ্ট্রপতি শাসন। এক দশক পরে ২০২৪ সালে কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোট হয়েছে গত বছর।

Advertisement
আরও পড়ুন