Banned Outfits of Manipur

চিনপন্থী কমিউনিস্ট জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে অভিযান মণিপুরে! নিষিদ্ধ চার সংগঠনের ন’জন জঙ্গি ধৃত

কাংলেইপাক কমিউনিস্ট পার্টি (এমএফএল), কাংলেইপাক কমিউনিস্ট পার্টি (নয়ন), কাংলেইপাক কমিউনিস্ট পার্টি (পিডব্লিউজি) এবং ইউএনএলএফ (পাম্বেই)-এর গেরিলাদের ধরা হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ মে ২০২৫ ১০:৪৬
মণিপুরে নিরাপত্তাবাহিনীর তৎপরতা।

মণিপুরে নিরাপত্তাবাহিনীর তৎপরতা। ছবি: পিটিআই।

পাকিস্তান সীমান্তে যুদ্ধের আবহের মধ্যেই এ বার উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গিদমন অভিযান শুরু হল। গত ২৪ ঘণ্টায় মণিপুরে পুলিশ এবং আধাসেনার যৌথ অভিযানে নিষিদ্ধ তিনটি জঙ্গিগোষ্ঠীর ন’জন গেরিলাকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে হ্যান্ড গ্রেনেড, স্বয়ংক্রিয় রাইফেল, আইইডি-সহ বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র।

Advertisement

পুলিশ সূত্রের খবর, তিন জেলায় পৃথক চারটি অভিযানে কাংলেইপাক কমিউনিস্ট পার্টি (এমএফএল), কাংলেইপাক কমিউনিস্ট পার্টি (নয়ন), কাংলেইপাক কমিউনিস্ট পার্টি (পিডব্লিউজি) এবং ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট (পাম্বেই)-এর ওই সদস্যদের ধরা হয়েছে। এঁদের মধ্যে থৌবল জেলার লামডিং খুমানথেম লেইকাই থেকে কেসিপি (এমএফএল)-এর চার জন, ওই জেলারই লিলং ব্রিজের কাছে এনএলএফ (পাম্বেই)-এর তিন জনকে গ্রেফতার করা হয়েছে।

এ ছাড়া ইম্ফল পূর্ব জেলার লামলই থেকে কেসিপি (নয়ন)-এর এক জন সদস্য এবং বিষ্ণুপুর জেলার নিংথোখং খা কেইরুংবা লেইকাই কেসিপি (পিডব্লিউজি)-র এক জঙ্গি ধরা পড়েছে। মেইতেই ও কুকি জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ঘিরে গত দু’বছর ধরে উত্তাল মণিপুর। এই অস্থিরতার সুযোগ কাজে লাগিয়ে চিনপন্থী জঙ্গিগোষ্ঠীগুলি সেখানে সক্রিয় হয়ে উঠেছে বলে পুলিশ সূত্রের খবর। কেসিপি-র বিভিন্ন গোষ্ঠীর পাশাপাশি ‘কাংলেই ইয়াওল কাননা লুপ’ (কেওয়াইকেএল) এবং ‘পিপল্‌স রেভলিউশনারি পার্টি অফ কাংলেইপাক’ (প্রিপাক) রয়েছে এই তালিকায়।

Advertisement
আরও পড়ুন