Indian Railway

কেবল অনলাইনে টিকিট কাটলেই কেন দুর্ঘটনার বিমার সুবিধা পাবেন যাত্রী? রেলকে প্রশ্ন করল সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, রিপোর্টে রেল যাত্রীদের সুরক্ষার জন্য যে সব ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে, তার সময়সীমা উল্লেখ করা হয়নি। তাই রেলকে নতুন করে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৫ ১৬:০২
যাঁরা অফলাইনে ট্রেনের টিকিট কেটেছেন, তাঁরা কেন পাবেন না বিমার সুবিধা, প্রশ্ন করেছে সুপ্রিম কোর্ট।

যাঁরা অফলাইনে ট্রেনের টিকিট কেটেছেন, তাঁরা কেন পাবেন না বিমার সুবিধা, প্রশ্ন করেছে সুপ্রিম কোর্ট। — ফাইল চিত্র।

শুধু অনলাইনে ট্রেনের টিকিট কাটলেই কেন দেওয়া হয় দুর্ঘটনার বিমার সুরক্ষা? ট্রেন দুর্ঘটনার মুখে পড়লে, যাঁরা অফলাইনে ট্রেনের টিকিট কাটেন, তাঁরা কেন বিমার সুবিধা পান না? ভারতীয় রেলের কাছে এর কারণ জানতে চাইল সুপ্রিম কোর্ট।

Advertisement

ভারতীয় রেল যাত্রীদের সুরক্ষা নিয়ে একটি রিপোর্ট জমা করেছে সুপ্রিম কোর্টে। সেই রিপোর্টের ভিত্তিতেই রেলকে প্রশ্ন করল সুপ্রিম কোর্টের বিচারপতি এহসানুদ্দিন আমানুল্লা এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রন। অতিরিক্ত সলিসিটর জেনারেল (এএসজি) বিক্রমজিৎ বন্দ্যোপাধ্যায়ের কাছে দুই বিচারপতির বেঞ্চ জানতে চেয়েছে, দুই মাধ্যমে টিকিট সংগ্রহকারী যাত্রীদের জন্য দু’রকম সুবিধা কেন। যাঁরা অনলাইনে টিকিট কাটছেন, কেন শুধু তাঁদেরই দুর্ঘটনার বিমার সুবিধা দেওয়া হচ্ছে।

২৫ নভেম্বর সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয়েছে, ‘‘রেল জানিয়েছে, যাঁরা অনলাইনে ট্রেনের টিকিট কাটেন, তাঁদের দুর্ঘটনার বিমার সুবিধা দেওয়া হয়। যাঁরা অনলাইনে টিকিট কাটেন না, তাঁদের সেই সুবিধা দেওয়া হয় না। এএসজি-কে জানাতে হবে কেন এই বৈষম্য?’’ রিপোর্ট খতিয়ে দেখে রেলকে লাইন এবং ক্রসিংয়ের সুরক্ষা নিয়েও সতর্ক হতে বলেছে সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, রিপোর্টে রেল যাত্রীদের সুরক্ষার জন্য যে সব ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে, তার সময়সীমা উল্লেখ করা হয়নি। তাই রেলকে নতুন করে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তাতে বিমার বিষয় নিয়ে প্রশ্নের জবাবও রাখতে বলেছে। ২০২৬ সালের ১৩ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি।

Advertisement
আরও পড়ুন