Supreme Court in Property Case

চুক্তি বা ইচ্ছাপত্র নয়, পাওয়ার অফ অ্যাটর্নিও জমির মালিকানা প্রমাণ করে না! চাই বিক্রির বৈধ দলিল, জানাল সুপ্রিম কোর্ট

১৮৮২ সালের সম্পত্তি হস্তান্তর আইন এবং ১৯২৫ সালের ভারতীয় উত্তরাধিকার আইন উল্লেখ করে আদালত জানিয়েছে, ‘পাওয়ার অফ অ্যাটর্নি’ আদৌ কোনও সম্পত্তির মালিকানার প্রমাণ হতে পারে না।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১৩:১১
Supreme Court says Sale deed is valid proof of property ownership, not the power of attorney

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

‘পাওয়ার অফ অ্যাটর্নি’ বা জমি বিক্রি সংক্রান্ত চুক্তিপত্র আদৌ কোনও সম্পত্তির মালিকানার প্রমাণ হতে পারে না। সম্পত্তির মালিকানা পেতে গেলে চাই বিক্রির বৈধ দলিল। একটি মামলায় সম্প্রতি এমনটাই মন্তব্য করেছে সু্প্রিম কোর্ট। সম্পত্তি হস্তান্তর আইন অনুযায়ী ওই দলিলের নথিভুক্তিকরণও প্রয়োজন বলে জানানো হয়েছে। এ বিষয়ে জেলা আদালত এবং দিল্লি হাই কোর্টের নির্দেশকে খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের বিবাদের মামলায় রায় গিয়েছে দাদার পক্ষে।

Advertisement

দিল্লির রমেশ চন্দ এবং সুরেশ চন্দের মধ্যে বাবার রেখে যাওয়া সম্পত্তি নিয়ে বিবাদের সূত্রপাত। সুরেশ দাবি করেন, তাঁদের বাবা কুন্দল লাল মৃত্যুর আগে পারিবারিক সম্পত্তি তাঁর কাছে বিক্রি করে দিয়ে গিয়েছেন। এই বক্তব্যের সপক্ষে তিনি বৈধ ‘বিক্রয়ের চুক্তি’ (এগ্রিমেন্ট ফর সেল), ‘জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি’ এবং হলফনামা আদালতে পেশ করেন। ভাইয়ের এই দাবিকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হন দাদা রমেশ। কিন্তু প্রথমে নিম্ন আদালতে এবং পরে দিল্লি হাই কোর্টে তাঁর আবেদন খারিজ হয়ে যায়। এর পর রমেশ সুপ্রিম কোর্টে মামলা করেন। শীর্ষ আদালতের বিচারপতি অরবিন্দ কুমার এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে এই মামলার শুনানি হয়েছে।

আদালত জানিয়েছে, ১৮৮২ সালের সম্পত্তি হস্তান্তর আইন এবং ১৯২৫ সালের ভারতীয় উত্তরাধিকার আইন অনুযায়ী, স্থাবর সম্পত্তির মালিকানা নিশ্চিত হয় কেবল বিক্রির বৈধ দলিলের মাধ্যমেই। এ ক্ষেত্রে কোনও ‘পাওয়ার অফ অ্যাটর্নি’, বিক্রির চুক্তি বা বিক্রয়ের সম্মতিপত্র গ্রাহ্য হওয়ার কথা নয়। আদালতের পর্যবেক্ষণ, ১০০ টাকা বা তার বেশি মূল্যের স্থাবর সম্পত্তির মালিকানার জন্য তিনটি শর্ত পূরণ হওয়া প্রয়োজন— বিক্রয়ের দলিল লিখিত হতে হবে, সঠিক ভাবে প্রত্যয়িত হতে হবে এবং নথিভুক্ত করতে হবে। তা না হলে সম্পত্তিটি হস্তান্তরিত বলে গ্রাহ্য করা হবে না। এ ক্ষেত্রে সেই কারণেই দাদার দাবিকে মান্যতা দিয়েছে শীর্ষ আদালত।

উল্লেখ্য, চলতি বছরের শুরুতে সম্পত্তি সংক্রান্ত অন্য একটি মামলাতেও অনুরূপ রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। বলা হয়েছিল, স্থাবর সম্পত্তির মালিকানা বদলের ক্ষেত্রে বিক্রির দলিল নথিবদ্ধ হওয়া দরকার। তা না-হওয়া পর্যন্ত মালিকানা হস্তান্তর হয় না। শুধু টাকার বিনিময়ে সম্পত্তি হাতবদল করে নিলেই মালিকানা বদলে যায় না। ব্যাঙ্ক থেকে নিলামে বিক্রি হওয়া একটি সম্পত্তির একাংশের মালিকানা দাবি করে সে বার মামলা করেছিলেন এক ব্যক্তি। একই যুক্তিতে তাঁর আবেদন খারিজ করে দেওয়া হয়েছিল।

Advertisement
আরও পড়ুন