Child Abuse

ক্লাসে বাকি পড়ুয়াদের সামনেই বিশেষ ভাবে সক্ষম শিশুর হাত বেঁধে হেনস্থা! শিক্ষকের বিরুদ্ধে মামলা

ঘটনাটি প্রকাশ্যে আসে, যখন অন্য এক শিক্ষকের নিগৃহীত শিশুটিকে দেখে সন্দেহ হয়। শিক্ষকের মনে হয়েছিল, শিশুটিকে মারধর করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ মে ২০২৫ ২০:২৯

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

শ্রেণিকক্ষে বিশেষ ভাবে সক্ষম শিশুকে হেনস্থার অভিযোগ দিল্লির এক বেসরকারি স্কুলে। সিসিটিভিতে ধরা পড়েছে গোটা ঘটনা। স্কুলের প্রধানশিক্ষকের অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। অভিযুক্তকে স্কুল থেকে সাসপেন্ড করেছেন কর্তৃপক্ষ।

Advertisement

স্কুল সূত্রে জানা গিয়েছে, ক্লাসে বাকি পড়ুয়ারা উপস্থিত ছিল। অভিযোগ, তাদের সামনেই পাঁচ বছরের ওই বিশেষ ভাবে সক্ষম শিশুর হাত বাঁধেন শিক্ষক। এর পরে শিশুটির মুখে টেপ লাগিয়ে দেন। কেন এই কাজ করেছেন, তা এখন খতিয়ে দেখছে পুলিশ।

ঘটনাটি প্রকাশ্যে আসে, যখন অন্য এক শিক্ষকের নিগৃহীত শিশুটিকে দেখে সন্দেহ হয়। শিক্ষকের মনে হয়েছিল, শিশুটিকে মারধর করা হয়েছে। তাকে এই নিয়ে জিজ্ঞেস করলে সে গোটা বিষয়টি জানায়। তার পরেই ওই শিক্ষক স্কুলের প্রধানশিক্ষককে গোটা বিষয়টি জানান।

সম্প্রতি নয়ডার এক বেসরকারি স্কুলে ১০ বছরের এক শিশুকে নিগ্রহের অভিযোগ উঠেছে শিক্ষক (স্পেশ্যাল এডুকেটর)-এর বিরুদ্ধে। নিগৃহীতের পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।

Advertisement
আরও পড়ুন