Donald Trump Avenue in Hyderabad

হায়দরাবাদে রাস্তার নাম বদলে ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’ রাখার প্রস্তাব! কংগ্রেস সরকারের সিদ্ধান্তে মুখ খুলল বিজেপি

তেলঙ্গানা সরকারের সিদ্ধান্ত, হায়দরাবাদের যে রাস্তায় মার্কিন কনস্যুলেট জেনারেল ভবন রয়েছে, সেটির নাম রাখা হোক বর্তমান মার্কিন প্রেসিডেন্টের নামে। এ বিষয়ে খুব শীঘ্রই ভারতের বিদেশ মন্ত্রক এবং মার্কিন দূতাবাসকে চিঠি দিতে চলেছে সে রাজ্যের সরকার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৫ ১১:২১
(বাঁ দিকে) ডোনাল্ড ট্রাম্প। রেবন্ত রেড্ডি (ডান দিকে)

(বাঁ দিকে) ডোনাল্ড ট্রাম্প। রেবন্ত রেড্ডি (ডান দিকে) — ফাইল চিত্র।

মার্কিন প্রেসিডেন্টের নামে রাস্তার নামকরণ হচ্ছে ভারতে! সম্প্রতি এমনটাই সিদ্ধান্ত নিয়েছে তেলঙ্গানার কংগ্রেস সরকার। হায়দরাবাদের এক রাস্তার নাম বদলে ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’ রাখার কথা ভাবা হয়েছে। আর এই সিদ্ধান্তের কথা ঘোষণা হতেই নানা মহলে শুরু হয়েছে বিতর্ক।

Advertisement

তেলঙ্গানা সরকারের সিদ্ধান্ত, হায়দরাবাদের যে রাস্তায় মার্কিন কনস্যুলেট জেনারেল ভবন রয়েছে, সেটির নাম রাখা হোক বর্তমান মার্কিন প্রেসিডেন্টের নামে। এ বিষয়ে খুব শীঘ্রই ভারতের বিদেশ মন্ত্রক এবং মার্কিন দূতাবাসকে চিঠি দিতে চলেছে সে রাজ্যের সরকার। দু’তরফে সবুজ সঙ্কেত মিললেই ওই রাস্তার নাম বদলে হয়ে যাবে ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’! উল্লেখ্য, আর কিছু দিন পরেই ‘তেলঙ্গানা রাইসিং গ্লোবাল সামিট’ অনুষ্ঠিত হতে চলেছে। ফলে অনেকেই মনে করছেন, তার আগে আন্তর্জাতিক স্তরে মনোযোগ আকর্ষণ করতেই এ হেন পদক্ষেপ করছে তেলঙ্গানা সরকার।

চলতি বছরের শুরুতে তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত দিল্লিতে বার্ষিক মার্কিন-ভারত সম্মেলন (ইউএসআইএসপিএফ)-এ ভাষণ দিতে গিয়ে প্রস্তাব রেখেছিলেন, বিভিন্ন আন্তর্জাতিক ব্যক্তিত্বের নামে হায়দরাবাদের গুরুত্বপূর্ণ রাস্তাগুলির নামকরণ করা হোক। এ বার বাস্তবেও সেই পথেই হাঁটলেন রেবন্ত। তবে ট্রাম্প একা নন, আরও নানা বিশিষ্ট ব্যক্তি এবং আন্তর্জাতিক সংস্থাকে সম্মান জানাতে বেশ কয়েকটি রাস্তার নাম বদলে ফেলার কথা ভাবছে তেলঙ্গানা সরকার। যেমন, হায়দরাবাদের একটি গুরুত্বপূর্ণ রাস্তা রাভিরিয়ালার গ্রিনফিল্ড রেডিয়াল রিং রোডের নাম রাখা হবে প্রয়াত শিল্পপতি রতন টাটার নামে। রাভিরিয়ালা ইন্টারচেঞ্জের নাম ইতিমধ্যেই ‘টাটা ইন্টারচেঞ্জ’ হিসাবে মনোনীত হয়েছে। এ ছাড়া, বিভিন্ন নামকরা তথ্যপ্রযুক্তি সংস্থার নামে হায়দরাবাদের কয়েকটি রাস্তার নাম রাখার কথা ভাবছে তেলঙ্গানা সরকার। ইতিমধ্যেই কয়েকটি সড়ক এবং এলাকার নাম ‘গুগল স্ট্রিট’, ‘মাইক্রোসফ্‌ট রোড’ এবং ‘উইপ্রো জংশন’ করার প্রস্তাব এসেছে।

তবে রেবন্ত সরকারের এই সিদ্ধান্ত নিয়ে সমালোচনাও শুরু হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা বান্দি সঞ্জয় কুমার কটাক্ষ করে বলেছেন, ‘‘হায়দরাবাদের নাম পরিবর্তন করে ফের ভাগ্যনগর করে দেওয়া হোক!’’ তিনি আরও বলেন, ‘‘যদি কংগ্রেস সরকার কোনও জায়গার নাম পরিবর্তন করতে এতই আগ্রহী হয়, তা হলে তারা অন্তত এমন কোনও নাম দিয়ে শুরু করুক যার নেপথ্যে ইতিহাস এবং অর্থ রয়েছে। তা না করে ‘ট্রেন্ড’ অনুযায়ী জায়গাগুলির নাম ইচ্ছা মতো বদলে দিচ্ছেন রেবন্ত।’’ যদিও এ সবে আমল দিচ্ছে না তেলঙ্গানা সরকার। তাদের যুক্তি, এ ভাবে হায়দরাবাদের খ্যাতি আন্তর্জাতিক দরবারে পৌঁছে দেওয়া যাবে।

Advertisement
আরও পড়ুন