Telangana Government

তেলঙ্গানার সব স্কুলে বাধ্যতামূলক হল তেলুগু, ‘ভাষা-যুদ্ধে’ তামিলনাড়ুর পাশে রেবন্তের সরকার?

তেলঙ্গানার সব স্কুলে বাধ্যতামূলক হল তেলুগু। এ বার থেকে শুধু সে রাজ্যের সরকারি বা সরকার পোষিত স্কুলেই নয়, কেন্দ্রীয় বোর্ডের স্কুলগুলিতেও বাধ্যতামূলক ভাবে তেলুগু ভাষা পড়াতে হবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৪২
তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।

তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। —ফাইল ছবি।

তেলঙ্গানার সব স্কুলে বাধ্যতামূলক হল তেলুগু। এ বার থেকে শুধু সে রাজ্যের সরকারি বা সরকারপোষিত স্কুলেই নয়, কেন্দ্রীয় বোর্ডের স্কুলগুলিতেও বাধ্যতামূলক ভাবে তেলুগু ভাষা পড়াতে হবে। সম্প্রতি এমনই সিদ্ধান্ত নিয়েছে রেবন্ত রেড্ডির নেতৃত্বাধীন সে রাজ্যের কংগ্রেস সরকার। ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকেই এই নিয়ম কার্যকর হচ্ছে দক্ষিণ ভারতের এই রাজ্যে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, আপাতত প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত এই নিয়ম কার্যকর হচ্ছে।

Advertisement

তেলঙ্গানা সরকারের একটি সূত্র মারফত জানা গিয়েছে, সে রাজ্যের পড়ুয়াদের মাতৃভাষায় আরও সড়গড় করতে চায় প্রশাসন। পাশাপাশি, যে পড়ুয়ারা অন্য রাজ্য থেকে তেলঙ্গানায় গিয়েছেন, তাঁদেরও তেলুগু ভাষার সঙ্গে পরিচয় ঘটাতে চায় সরকার।

প্রসঙ্গত, ইতিমধ্যেই হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার অভিযোগ তুলে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছে তামিলনাড়ু সরকার। কেন্দ্র জানিয়েছিল নয়া শিক্ষানীতিতে পড়ুয়ারা তৃতীয় ভাষা শেখার সুযোগ পাবে। তামিলনাড়ুতে শিক্ষার মাধ্যম হিসাবে তেলুগু ছাড়াও ইংরেজি ব্যবহৃত হয়। সে রাজ্যের ডিএমকে সরকারের অভিযোগ, তৃতীয় ভাষা শেখার কথা বলে আদতে হিন্দি চাপিয়ে দিতে চাইছে কেন্দ্র। কেন্দ্র অবশ্য জানিয়েছে, হিন্দি-সহ পছন্দের যে কোনও ভাষা তৃতীয় ভাষা হিসাবে বেছে নিতে পারবেন পড়ুয়ারা। তার পরেও অবশ্য বিতর্ক থামেনি। কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। এ বার ‘ভাষা-যুদ্ধে’ তামিলনাড়ুর পাশে দক্ষিণের আর এক রাজ্য তেলঙ্গানা দাঁড়াল বলে মনে করছেন অনেকে।

Advertisement
আরও পড়ুন