—প্রতীকী চিত্র।
গোয়ার নাইটক্লাবে অগ্নিকাণ্ডের পর দ্রুত দেশ ছেড়েছিলেন সেই ক্লাবের মালিক ভ্রাতৃদ্বয়, গৌরব এবং সৌরভ লুথরা। তাঁরা ঠাঁই নিয়েছিলেন তাইল্যান্ডের ফুকেতের একটি হোটেলে। ভারতীয় তদন্তকারীদের তরফে সে কথা জানানো হয়েছিল তাইল্যান্ড প্রশাসনে। সেই মতো লুথরা ভাইয়েরা যে হোটেলে উঠেছিলেন, তার বাইরে শুরু হয়েছিল পুলিশের নজরদারি। এই পর্যন্ত সব ঠিকঠাক থাকলেও, লুথরা ভাইদের ‘হিসেবে’ গোলমাল হয়ে গিয়েছিল খাবার খেতে হোটেলের বাইরে বার হওয়ার সিদ্ধান্ত। এমনটাই জানাচ্ছেন ভারতীয় তদন্তকারীঅধিকারিকদের একাংশ।
আধিকারিকদের মতে, হোটেলের বাইরে বার হতেই গৌরব এবং সৌরভের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হয়েছিল তাইল্যান্ড পুলিশ। গত বৃহস্পতিবার ফুকেতে লুথরা ভাইদের আটক করা হলেও, বাকিতথ্যগুলি সামনে এসেছে সম্প্রতি। আটক করার পর লুথরা ভাইদের ফুকেত থেকে আনায় হয়েছিল ব্যাঙ্ককে। সেখানেই চলে তাঁদের দীর্ঘ জিজ্ঞাসাবাদ। এ দিকে গৌরব এবং সৌরভের পাসপোর্ট বাতিল করতে চেয়ে আগেই কেন্দ্রের দ্বারস্থ হয়েছিল গোয়া সরকার। সেই মতো সাময়িক ভাবে তা বাতিলও করে বিদেশ মন্ত্রক। জানা গিয়েছে, আপাতত ভারত সরকারের তরফে পাঠানো বিশেষ নথিপত্রের উপর ভিত্তি করে তাঁদের ভারতের ফেরানোর প্রস্তুতি চালাচ্ছে তাইল্যান্ড সরকার।