প্রতিনিধিত্বমূলক ছবি।
সমাজমাধ্যম-সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছবি, ভিডিয়ো-সহ অশালীন ‘কন্টেন্ট’ পোস্ট রুখতে এ বার নতুন পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। এ ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, শিশু এবং কিশোরীদের অশালীন ছবি-ভিডিয়ো প্রচারে।
সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, এ ধরনের বেআইনি পোস্ট রুখতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে বলে সরকারি বার্তায় জানানো হয়েছে। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রক বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মগুলিকে সোমবার (২৯ জানুয়ারি) এ বিষয়ে সতর্কবার্তা পাঠিয়েছে বলে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে। অশালীন এবং বেআইনি কন্টেন্ট যাচাই করার জন্য পরিকাঠামোয় প্রয়োজনীয় পরিবর্তন করার ‘পরামর্শ’ও দেওয়া হয়েছে ওই সতর্কবার্তায়।
কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রকের ওই সতর্কবার্তায় বলা হয়েছে, ‘অনলাইন প্ল্যাটফর্মগুলিকে মনে করিয়ে দেওয়া হচ্ছে যে তারা তথ্যপ্রযুক্তি (আইটি) আইনের ৭৯ ধারা অনুযায়ী তাদের প্ল্যাটফর্মে আপলোড, প্রকাশিত, হোস্ট, শেয়ার বা প্রেরণের ক্ষেত্রে তৃতীয় পক্ষের তথ্যের ক্ষেত্রে দায়বদ্ধতা থেকে অব্যাহতি পাওয়ার শর্ত হিসাবে যথাযথ সতর্কতা পালন করতে আইনত বাধ্য’। প্রসঙ্গত, গত অক্টোবরে মাদ্রাজ হাইকোর্টের নির্দেশ প্রেক্ষিতে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রক অনলাইন প্ল্যাটফর্মে অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো (নন-কনসেনসুয়াল ইন্টিমেট ইমেজারি বা এনসিআইআই) প্রকাশ ও প্রচার বন্ধ করতে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা আদর্শ কার্যপদ্ধতি অনুসরণের নির্দেশ দিয়েছিল অনলাইন প্ল্যাটফর্মগুলিকে।