School Collapsed in Rajasthan

স্কুল চলাকালীন আচমকা হুড়মুড়িয়ে ছাদ ভেঙে পড়ল রাজস্থানে! সাত পড়ুয়ার মৃত্যু, আহত আরও অনেকে

শুক্রবার সকাল সাড়ে ৮টা নাগাদ ঝালাওয়াড়ের মনোহর থানা এলাকার পিপলোড়ি গভর্নমেন্ট স্কুল ভবনের ছাদ ধসে যায়। ঘটনা নজরে আসতেই প্রথমে স্থানীয়েরা ছুটে আসেন উদ্ধারকাজে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ জুলাই ২০২৫ ০৯:৫২
ভেঙে পড়ল স্কুলের ছাদ।

ভেঙে পড়ল স্কুলের ছাদ।

স্কুল চলছিল। আচমকাই স্কুল ভবনের ছাদ ভেঙে পড়ল হুড়মুড়িয়ে। সংবাদমাধ্যম সূত্রে খবর, ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েছে অনেক পড়ুয়া। সাত জনকে মৃত অবস্থাতেও উদ্ধার করা হয়েছে বলে খবর। আহত আরও অনেকে। রাজস্থানের ঝালওয়াড়ের ঘটনা।

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে খবর, শুক্রবার সকাল সাড়ে ৮টা নাগাদ ঝালাওয়াড়ের মনোহর থানা এলাকার পিপলোড়ি গভর্নমেন্ট স্কুল ভবনের ছাদ ধসে যায়। ঘটনা নজরে আসতেই প্রথমে স্থানীয়েরা ছুটে আসেন উদ্ধারকাজে। খবর দেওয়া হয় পুলিশ ও প্রশাসনকে। ঘটনাস্থলে আসে দমকল এবং উদ্ধারকারী দল।

প্রশাসনিক কর্তাদের মতে, যখন দুর্ঘটনাটি ঘটে তখন শিক্ষাপ্রাঙ্গণে অন্তত ৪০ জন শিশু ছিল। এ ছাড়াও, কয়েক জন শিক্ষকও উপস্থিত ছিলেন সেখানে। আচমকা স্কুল ভবনের একতলা ধসে যায়। আর তার নীচেই আটকে পড়েন পড়ুয়া এবং শিক্ষকেরা।

ঝালাওয়াড়ের পুলিশ সুপার (এসপি) অমিত কুমার সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন, দুর্ঘটনায় পর পরই চার জন শিশুর মৃত্যু মিলেছিল। আহত আরও কয়েক জন। তাদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের স্থানীয় হাসপাতাল থেকে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে।

ঘটনাস্থলের ধ্বংসস্তূপ সরাতে এখনও পর্যন্ত চারটি জেসিবি মেশিন আনা হয়েছে। প্রয়োজনে সেই সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছেন স্থানীয় কর্তৃপক্ষ। দুর্ঘটনার খবর পাওয়ামাত্র স্কুলের বাইরে ভিড় করেছেন অভিভাবকেরা। সকলের চোখেমুখে আতঙ্ক। নিজেদের সন্তানদের খোঁজে অনেককেই এ দিক-ও দিক ছোটাছুটি করতে দেখা যাচ্ছে। আহতদের মনোহর থানা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে গুরুতর আহতদের ঝালাওয়াড়ের অন্য হাসপাতালে স্থানান্তরিত করছেন জেলা আধিকারিকেরা।

সূত্রের খবর, ভেঙে পড়া স্কুলটি অবস্থা বহু দিন ধরে জরাজীর্ণ। বার বার অভিযোগ জানিয়েও লাভ হয়নি বলে দাবি অভিভাবকদের একাংশের। উল্লেখ্য, প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ক্লাস চলত রাজস্থানের এই স্কুলে।

Advertisement
আরও পড়ুন