TMC

পুরভোটের পরিদর্শক হয়ে লাভপুরের তৃণমূল বিধায়ক ত্রিপুরা যাচ্ছেন বুধবার

আগরতলা পুরসভার ৫১ ওয়ার্ডেই প্রার্থী দিয়েছে ঘাসফুল শিবির। প্রার্থীদের মধ্যে ৫০ শতাংশই মহিলা।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২১ ২৩:৪৬
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

ত্রিপুরার পুরনির্বাচনে তৃণমূলের পরিদর্শক হিসাবে যাচ্ছেন বীরভূমের বিধায়ক অভিজিৎ সিংহ।বুধবার তিনি ত্রিপুরা রওনা হচ্ছেন বলে তৃণমূল সূত্রে খবর। তিনি তেলিয়ামুড়া পুর কাউন্সিলের পরিদর্শক হিসাবে যাচ্ছেন। যে তালিকা তৃণমূলের তরফে প্রকাশ করা হয়েছে, তাতে মুর্শিদাবাদ, কোচবিহার, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুরের সাংগঠনিক দায়িত্বে থাকা নেতৃত্ব ও বিধায়করাও রয়েছেন।

তৃণমূল আপাতত পাখির চোখ করেছে ত্রিপুরার পুর নির্বাচনকে। আগরতলা পুরসভার ৫১ ওয়ার্ডেই প্রার্থী দিয়েছে ঘাসফুল শিবির। প্রার্থীদের মধ্যে ৫০ শতাংশই মহিলা। গত বুধবার মিছিল করে মনোনয়ন জমা দিয়েছেন তৃণমূল প্রার্থীরা। তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব সেই দিন বলেছিলেন, ‘‘সব আসনে প্রার্থী দিতে পারা আমাদের জয়। ত্রিপুরাবাসীর সমর্থন পাওয়ায় বিষয়ে আমরা আশাবাদী।’’

Advertisement

আগামী ২৫ নভেম্বর আগরতলা পুরসভা-সহ ত্রিপুরার ১৩টি পুর পরিষদ ও নগর পঞ্চায়েতে নির্বাচন। ভোটের ফল প্রকাশিত হবে ২৮ নভেম্বর।

Advertisement
আরও পড়ুন