News of The Day

সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি। সরকারের সাফল্যের খতিয়ান প্রকাশ মমতার। আর কী কী নজরে

আজ সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত মামলার শুনানি রয়েছে। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে এই মামলাটির শুনানি হবে। গত সপ্তাহে পর পর দু’দিন এসআইআর সংক্রান্ত মামলা শুনেছে শীর্ষ আদালত।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫ ০৭:৪৮

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

আজ সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত মামলার শুনানি রয়েছে। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে এই মামলাটির শুনানি হবে। গত সপ্তাহে পর পর দু’দিন এসআইআর সংক্রান্ত মামলা শুনেছে শীর্ষ আদালত। সেখানে এসআইআর-এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবী কপিল সিব্বল, অভিষেক মনু সিঙ্‌ভিরা। আজ শুনানিতে কী কী বিষয় উঠে আসে, সে দিকে নজর থাকবে।

দ্বিতীয় এক দিনের ম্যাচ খেলতে রায়পুরে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। এই ম্যাচেই কি সিরিজ় পকেটে আসবে তাদের? রোহিত শর্মা এবং বিরাট কোহলি কি আবার সাফল্য পাবেন? থাকছে ভারতীয় দলের সব খবর।

ইডেনে সৈয়দ মুস্তাক আলি ট্রফির তিনটি ম্যাচ খেলেছে বৈভব সূর্যবংশী। তিনটিতেই ব্যর্থ হয়েছে সে। তার ব্যাট থেকে বড় রান দেখার অপেক্ষায় রয়েছেন সমর্থকেরা। মঙ্গলবার আবার নামবে বৈভব। বিহারের প্রতিপক্ষ মহারাষ্ট্র। খেলা শুরু সকাল ১১টা থেকে।

আলিপুর আবহাওয়া দফতর বলছে, আজ থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে নামছে পারদ। পরের চার দিন রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে। সেই সময় তাপমাত্রা থাকতে পারে স্বাভাবিকের নীচে। উত্তরবঙ্গে স্বাভাবিকের কাছেই থাকবে তাপমাত্রা। শীতের আমেজ মিলবে। তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তন নেই।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এখন থেকেই ঘুঁটি সাজাতে শুরু করেছে রাজ্যের শাসকদল। তৃতীয় বারের মেয়াদ শেষের পথে, সামনেই চতুর্থ বারের লড়াই। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এক বড়সড় পদক্ষেপ নিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নবান্ন সভাঘর থেকে গত ১৪ বছরে তাঁর সরকারের সাফল্যের খতিয়ান বা ‘প্রোগ্রেস রিপোর্ট’ জনসমক্ষে তুলে ধরবেন তিনি। নবান্ন সূত্রে খবর, বিভিন্ন সরকারি দপ্তরের কাজের বিস্তারিত তথ্য সম্বলিত একাধিক ‘বই’ বা রিপোর্ট আজ প্রকাশ করা হবে।

Advertisement
আরও পড়ুন