News Of The Day

ভারত-পাকিস্তান সংঘাত ও সংঘর্ষের পরিস্থিতি। পাক হামলা কি থামবে। আইপিএল কবে শুরু। আর কী কী

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাবে পাকিস্তানে প্রত্যাঘাত করেছে ভারত। ‘অপারেশন সিঁদুর’-এর পর ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে। শুক্রবারও জম্মুর বিভিন্ন জায়গায় ড্রোন হামলা চালায় পাকিস্তান।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ মে ২০২৫ ০৭:৫৫

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ভারত-পাকিস্তান সংঘাত ও সংঘর্ষের পরিস্থিতি, কোন পথে যাচ্ছে দু’দেশের বিরোধ

Advertisement

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাবে পাকিস্তানে প্রত্যাঘাত করেছে ভারত। ‘অপারেশন সিঁদুর’-এর পর ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে। শুক্রবারও জম্মুর বিভিন্ন জায়গায় ড্রোন হামলা চালায় পাকিস্তান। যদিও সেই হামলা ব্যর্থ হয় ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার সামনে পড়ে। সন্ধ্যায় সাংবাদিক বৈঠকে কর্নেল সোফিয়া কুরেশি বলেন, ‘‘পাকিস্তান বৃহস্পতিবার রাতে ভারতের সেনাছাউনিগুলি নিশানা করার চেষ্টা করেছিল। ভারতের আকাশসীমা লঙ্ঘন করার চেষ্টা করেছে তারা। শুধু তা-ই নয়, নিয়ন্ত্রণরেখায় ক্রমাগত গোলাবর্ষণও করেছে পাকিস্তান সেনা। ভারতের ৩৬ জায়গায় অন্তত ৩০০ থেকে ৪০০ বার ড্রোন হামলার চেষ্টা করে পাকিস্তান।’’ পাশাপাশি এ-ও অভিযোগ করেন, ‘‘৭ মে রাত সাড়ে ৮টা নাগাদ এক ব্যর্থ ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা করার পরেও পাকিস্তান তাদের অসামরিক আকাশসীমা বন্ধ করেনি।’’ ভারতের দাবি, ‘‘যাত্রিবাহী বিমানকে ঢাল হিসাবে ব্যবহার করছে পাকিস্তান।’’ দু’দেশের সম্পর্ক কোন পথে এগোবে, তার দিকে নজর থাকবে আজ।

পাক হামলা কি থামবে, না থামলে কি পাল্টা জবাব?

বৃহস্পতিবারের পর শুক্রবারও পাকিস্তান সীমান্ত পেরিয়ে ভারতে একাধিক ড্রোন হামলা করে। শুক্রবার সন্ধ্যা হতেই আবার গোলাবর্ষণ শুরু করে পাকিস্তান। আবার ‘ব্ল্যাকআউট’ হয় জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ অংশ। শুক্রবার সন্ধ্যায় দু’টি বিস্ফোরণের শব্দ শোনা যায়, একাধিক সংবাদমাধ্যম সূত্রে এমনই খবর। উরি, কাপওয়াড়া এবং পুঞ্চে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। সাইরেন বাজে জম্মুতে। তবে ভারতীয় সেনাবাহিনীর দাবি, তারা প্রতিহত করেছে পাক হানা। শনিবারও কি একই ভাবে পাকিস্তান হামলা চালাবে? ভারত কি পাল্টা জবাব দেবে? আজ সেই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে রাজ্যে রাজ্যে কি আরও পদক্ষেপ

ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের আবহে সকল রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে জরুরি অবস্থাকালীন ক্ষমতা বলবৎ করার নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। অমিত শাহের মন্ত্রক শুক্রবার দেশের সব রাজ্যের মুখ্যসচিব এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসকদের চিঠি দিয়ে বলেছে, ১৯৬৮ সালের অসামরিক প্রতিরক্ষা বিধির ১১ নম্বর ধারায় প্রদত্ত জরুরি অবস্থার ক্ষমতা বলবৎ করুন। আজ এই সংক্রান্ত খবরে নজর থাকবে।

আইপিএল এক সপ্তাহ স্থগিত, আবার কবে শুরু, সব খবর

আইপিএল আপাতত এক সপ্তাহের জন‍্য স্থগিত। কবে হতে পারে প্রতিযোগিতা? চলছে নানা জল্পনা। আইপিএলের নানা খবর।

অস্বস্তিকর গরম, তাপপ্রবাহের সতর্কতা, বৃষ্টি নিয়ে কী পূর্বাভাস

বেড়েই চলেছে তাপমাত্রা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আরও কিছু দিন এই অস্বস্তিকর গরম থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে। তবে চলতি সপ্তাহেই ফিরতে পারে বৃষ্টি। বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু’-একটি জায়গায়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই অস্বস্তিকর গরম থাকবে।

Advertisement
আরও পড়ুন