News Of The Day

বিহারে মোদী। দুর্গাপুর ধর্ষণকাণ্ডে অভিযুক্তদের টিআই প্যারেড। ভারতীয় দলের সব খবর। আর কী

এনডিএ-এর হয়ে ভোটের প্রচারে আজ বিহারে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ বিহারের সমস্তিপুরে নির্বাচনী প্রচারসভায় বক্তৃতা করার কথা রয়েছে তাঁর। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত কর্পূরী ঠাকুরের জন্মভূমি সমস্তিপুর।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৫ ০৭:৫৮

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

এনডিএ-এর হয়ে ভোটের প্রচারে আজ বিহারে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ বিহারের সমস্তিপুরে নির্বাচনী প্রচারসভায় বক্তৃতা করার কথা রয়েছে তাঁর। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত কর্পূরী ঠাকুরের জন্মভূমি সমস্তিপুর। ঘটনাচক্রে, কর্পূরী-পুত্র রামনাথ ঠাকুর বর্তমানে নীতীশ কুমারের দল জেডিইউয়ের রাজ্যসভার সাংসদ। তিনি মোদী সরকারের কৃষি প্রতিমন্ত্রীও। সেই সমস্তিপুর থেকে আজ প্রধানমন্ত্রী কী বার্তা দেন, সে দিকে নজর থাকবে আজ।

স্মৃতি মন্ধানা-প্রতিকা রাওয়ালের শতরানে বিশ্বকাপের সেমিফাইনালে চলে গেল ভারত। হরমনপ্রীত কৌরেরা বৃহস্পতিবার নিউ জ়িল্যান্ডকে হারাতেই শেষ চারে জায়গা নিশ্চিত হয়ে গিয়েছে ভারতের। রবিবার বাংলাদেশের বিরুদ্ধে রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচ নিয়মরক্ষার। এই ম্যাচে পরীক্ষা-নিরীক্ষা সেরে নিতে পারে ভারত। সেমিফাইনালে নামার আগে প্রস্তুতির শেষ সুযোগ স্মৃতিদের। ভারতীয় দলের সব খবর।

দুর্গাপুরে বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ডাক্তারি ছাত্রীর ধর্ষণ মামলায় তাঁর সহপাঠী-সহ মোট ছ’জনকে গ্রেফতার করেছিল পুলিশ। ধৃতদের জামিন খারিজ করে দিয়েছে আদালত। শুক্রবার তাঁদের টিআই প্যারেড করানো হবে। তার পর ২৭ অক্টোবর মামলার পরবর্তী শুনানি রয়েছে। ওই ছাত্রী ওড়িশার বাসিন্দা। অভিযোগ, রাতে ক্যাম্পাস থেকে সহপাঠীর সঙ্গে বেরিয়েছিলেন তিনি। তখনই নির্যাতনের শিকার হন। বেশ কিছু দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন নির্যাতিতা। ধৃতদের বিরুদ্ধে গণধর্ষণ, একই উদ্দেশ্যে সঙ্ঘবদ্ধ হয়ে অপরাধ ঘটানো, ছিনতাই এবং ভয় দেখিয়ে জোর করে অর্থ, সম্পত্তি বা সুবিধা আদায়ের ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, তাঁদের মধ্যে দুই ধৃতের বিরুদ্ধে ওই সব ধারা ছাড়াও তোলাবাজি, অন্যায় ভাবে আটকে রাখা এবং মহিলার শালীনতা লঙ্ঘনের ধারা যোগ করা হয়েছে। ধৃতেরা জেল হেফাজতে রয়েছেন।

এক ম্যাচ বাকি থাকতেই অস্ট্রেলিয়ার কাছে এক দিনের সিরিজ় হেরে গিয়েছে ভারত। শনিবার শুভমন গিলের দলের কাছে তৃতীয় এক দিনের ম্যাচ নিয়মরক্ষার। বিরাট কোহলি আবার শূন্য রানে আউট হয়েছেন। দ্বিতীয় ম্যাচে ভারতের প্রাপ্তি শুধু রোহিত শর্মার রানে ফেরা। শেষ ম্যাচের নামার আগে ভারতীয় দলের সব খবর।

বঙ্গোপসাগরের উপরে নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। যদিও তার প্রভাব আপাতত এ রাজ্যের আবহাওয়ায় পড়ছে না। সপ্তাহান্তে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে আগামী সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে আজ থেকে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পঙের পাহাড়ি এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। আজ দক্ষিণের কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই।

Advertisement
আরও পড়ুন