Cyber Crime

প্রতারিতের টাকা দ্রুত ফেরাতে ভাবনা কেন্দ্রের

নতুন এসওপি অনুযায়ী, প্রতারণার আর্থিক মূল্য যদি ৫০ হাজার টাকার কম হয়, তা হলে আদালতের নির্দেশ ছাড়াই দ্রুত টাকা ফেরতের প্রক্রিয়া শুরুকরা যাবে। পাশাপাশি, কোনও আদালতের আদেশ বা অর্থ পুনরুদ্ধারের নির্দেশ না থাকলে, ব্যাঙ্কগুলিকে ৯০ দিনের মধ্যে ওই অর্থের উপর আরোপিত স্থগিতাদেশ তুলে নিতে হবে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬ ০৯:৩৮

— প্রতীকী চিত্র।

সাইবার অপরাধ মোকাবিলাকে আরও শক্তিশালী করা এবং অনলাইনে আর্থিক প্রতারণার শিকার হওয়াদের স্বস্তি দিতে বড় পদক্ষেপ করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। অমিত শাহের মন্ত্রক জাতীয় সাইবার অপরাধ রিপোর্টিং পোর্টাল (এনসিআরপি)-এর সাইবার ফিনান্সিয়াল ক্রাইম রিপোর্টিং অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম (সিএফসিএফআরএমএস)-এর জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুমোদন করেছে বলে জানা গিয়েছে।

নতুন এসওপি অনুযায়ী, প্রতারণার আর্থিক মূল্য যদি ৫০ হাজার টাকার কম হয়, তা হলে আদালতের নির্দেশ ছাড়াই দ্রুত টাকা ফেরতের প্রক্রিয়া শুরুকরা যাবে। পাশাপাশি, কোনও আদালতের আদেশ বা অর্থ পুনরুদ্ধারের নির্দেশ না থাকলে, ব্যাঙ্কগুলিকে ৯০ দিনের মধ্যে ওই অর্থের উপর আরোপিত স্থগিতাদেশ তুলে নিতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ভারতীয় সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টার-এর সাম্প্রতিক তথ্য অনুযায়ী, গত ছয় বছরে বিভিন্ন প্রতারণা ও জালিয়াতির ঘটনায় ভারতীয়রা ৫২,৯৭৬ কোটিরও বেশি টাকা হারিয়েছেন।

সূত্রের খবর, সদ্য অনুমোদিত এই এসওপি-তে এমন একটিসংস্থান রাখা হয়েছে, যাতেসন্দেহজনক লেনদেনে সাইবার অপরাধ সংক্রান্ত অভিযোগ দায়ের হলে ব্যাঙ্ক, নন-ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানি, ই-কমার্স প্ল্যাটফর্ম, স্টক ট্রেডিং অ্যাপ, মিউচুয়াল ফান্ড সংস্থা এবং অন্যান্য আর্থিক মধ্যস্থতাকারীদের মধ্যে সমন্বয় রাখা সম্ভব হয়।

সূত্রটি আরও জানিয়েছে, সর্বশেষ এই এসওপি-তে সাইবার অপরাধ সংক্রান্ত সতর্কতার জন্য অকারণে যাদের অ্যাকাউন্ট বা তহবিল ফ্রিজ করা হয়েছে, তাদের জন্যও নিষ্পত্তির ব্যবস্থা রয়েছে। অভিযোগের নির্দিষ্ট সময়সীমার মধ্যে নিষ্পত্তি নিশ্চিত করতে এতে

তিন স্তরীয় কাঠামো নির্ধারণ করা হয়েছে। সূত্রটির দাবি, এসওপি বাস্তবায়নের জন্য দু’টি ডিজিটাল মডিউল রাখা হয়েছে। একটিতে প্রতারিত ব্যক্তিরা তাদের সমস্যার কথা জানাতে পারবেন এবং অপরটিতে প্রতারিত ও আর্থিক প্রতিষ্ঠান, আইন রক্ষাকারী প্রতিষ্ঠানগুলির মধ্যে সমন্বয়ে ব্যবস্থা থাকবে। এর ফলে প্রতারিতের কাছে দ্রুত টাকা ফেরানো সুনিশ্চিত করা যাবে।

আরও পড়ুন