Operation Sindoor

জম্মু ও কাশ্মীরে যাবেন না! নাগরিকদের সতর্ক করল আমেরিকা, ব্রিটেন, কানাডা, সিঙ্গাপুর

ভারত-পাক সীমান্তে উত্তেজনার আবহে নাগরিকদের জম্মু ও কাশ্মীর এড়ানোর পরামর্শ দিল একাধিক দেশ। বৃহস্পতিবার আমেরিকা, ব্রিটেন, কানাডা নাগরিকদের ভারতে আসার ক্ষেত্রে কিছু নির্দেশিকা জারি করেছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ মে ২০২৫ ১৬:০১
জম্মু ও কাশ্মীরে যাবেন না! নাগরিকদের সতর্ক করল আমেরিকা, ব্রিটেন-সহ একাধিক দেশ।

জম্মু ও কাশ্মীরে যাবেন না! নাগরিকদের সতর্ক করল আমেরিকা, ব্রিটেন-সহ একাধিক দেশ। —ফাইল চিত্র।

ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার আবহে নাগরিকদের জম্মু ও কাশ্মীর এড়ানোর পরামর্শ দিল একাধিক দেশ। বৃহস্পতিবার আমেরিকা, ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুর তাদের দেশের নাগরিকদের ভারতে আসার ক্ষেত্রে বেশ কিছু নির্দেশিকা জারি করেছে।

Advertisement

নয়াদিল্লির মার্কিন দূতাবাসের তরফে ভারতে থাকা আমেরিকার নাগরিকদের ভারত-পাক সীমান্ত এবং নিয়ন্ত্রণরেখা সংলগ্ন এলাকায় যেতে নিষেধ করা হয়েছে। পাকিস্তানে যাওয়ার ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করার কথা বলা হয়েছে। ভারতের মার্কিন দূতাবাসের তরফে বলা হয়েছে, তারা পরিস্থিতির উপর নজর রাখছে।

ব্রিটেনের বিদেশ দফতরের তরফে বিজ্ঞপ্তি দিয়ে ভারত-পাক সীমান্তের ১০ কিলোমিটারের মধ্যে যেতে নিষেধ করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া জম্মু ও কাশ্মীর যেতেও নিষেধ করা হয়েছে। কারণ হিসাবে বলা হয়েছে, এই এলাকাগুলিতে সন্ত্রাসবাদী কার্যকলাপের ঝুঁকি রয়েছে। সিঙ্গাপুরের তরফেও একই নির্দেশিকা দেওয়া হয়েছে।

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাবে পাকিস্তানে প্রত্যাঘাত করেছে ভারত। সামরিক অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’। গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়। জবাবে মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের বেশ কিছু অংশে প্রত্যাঘাত করা হয়। ভারতীয় সেনার দাবি, পাকিস্তানের ন’টি জায়গায় হামলা চালানো হয়েছে। গুঁড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গিঘাঁটি।

Advertisement
আরও পড়ুন