Mohan Bhagwat PM Narendra Modi

৭৫-এর শাল গায়ে পড়লে সরে দাঁড়ানো উচিত! আরএসএস প্রধানের মন্তব্যে কি ৭৪-এর মোদীকেই ইঙ্গিত? জল্পনা শুরু

নাগপুরের একটি অনুষ্ঠানে গিয়ে অবসরের বয়স নিয়ে মন্তব্য করেছেন সঙ্ঘপ্রধান মোহন ভাগবত। জানিয়েছেন, ৭৫ বছরের পর সরে দাঁড়ানো উচিত। তবে তিনি কারও নাম করেননি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ জুলাই ২০২৫ ১৬:২৯
(বাঁ দিকে) আরএসএস প্রধান মোহন ভাগবত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (ডান দিকে)।

(বাঁ দিকে) আরএসএস প্রধান মোহন ভাগবত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (ডান দিকে)। —ফাইল চিত্র।

৭৪ বছর ১০ মাস চলছে। সামনের সেপ্টেম্বরেই ৭৫-এ পা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পর কি অবসর? রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবতের মন্তব্যে তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। তিনি জানিয়েছেন, ৭৫ বছরের পর নিজে থেকে সরে দাঁড়ানো উচিত। অন্যদের কাজ করতে দেওয়া উচিত। নাগপুরের মঞ্চ থেকে আরএসএস প্রধানের এই মন্তব্যের পর বিরোধীরা অনেকেই বলতে শুরু করেছেন, সঙ্ঘ এ বার মোদীকে সরে যাওয়ার বার্তা দিতে চাইছে। ভাগবত পরোক্ষে প্রধানমন্ত্রীকেই এই বার্তা দিয়েছেন। যদিও ভাগবত কারও নাম করেননি। তিনি এই মন্তব্য করেন আরএসএস-এর প্রাক্তন প্রচারক মোরোপন্ত পিঙ্গলের জীবনের কথা প্রসঙ্গে।

Advertisement

ঠিক কী বলেছেন ভাগবত?

বুধবার মোরোপন্তের জীবনের উপর লেখা একটি ইংরেজি বই প্রকাশের অনুষ্ঠানে নাগপুরে গিয়েছিলেন আরএসএস প্রধান। সেখানে মোরোপন্তের জীবনের নানা কথার স্মৃতিচারণ করেন তিনি। বলেন, ‘‘মোরোপন্ত একবার বলেছিলেন, যখন ৭৫-এর শাল গায়ে পড়ে, আপনার থেমে যাওয়া উচিত। তার মানে আপনার বয়স হয়েছে। সরে যান। আমাদের কাজ করতে দিন।’’

বিরোধীরা ভাগবতের এই মন্তব্যে কটাক্ষ করতে ছাড়েননি। মহারাষ্ট্রের শিবসেনা (উদ্ধব ঠাকরে) সেনা সঞ্জয় রাউত জানিয়েছেন, সঙ্ঘপ্রধান আসলে পরোক্ষে প্রধানমন্ত্রীকে অবসরগ্রহণের বার্তা দিতে চেয়েছেন। কারণ সামনের সেপ্টেম্বরেই মোদীর ৭৫ বছর বয়স হয়ে যাবে। অতীতের দৃষ্টান্ত টেনে সঞ্জয় বলেন, ‘‘এর আগে লালকৃষ্ণ আডবাণী, মুরলীমনোহর জোশী, যশবন্ত সিংহ প্রমুখকে ৭৫-এর পর অবসর নিতে বাধ্য করেছিলেন মোদী। এখন দেখা যাক, উনি নিজে সেই পথ অবলম্বন করেন কি না।’’

এর আগে গত মার্চেও সঞ্জয় দাবি করেছিলেন, মোদী পদত্যাগ করতে চলেছেন। ওই সময়ে মোদী নাগপুরে আরএসএস-এর প্রধান কার্যালয়ে গিয়েছিলেন। সঞ্জয়ের দাবি ছিল, গত ১০-১১ বছরে সঙ্ঘের দফতরে যাননি মোদী। ফলে এই সাক্ষাতের কারণ অবশ্যই পদত্যাগ। তবে তেমন কিছু ঘটেনি। বিজেপির তরফেও বার বার মোদীর পদত্যাগের জল্পনা উড়িয়ে দেওয়া হয়েছে। গত বছর মে মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে জানিয়েছিলেন, ৭৫ বছরে মোদী অবসর নেবেন না। বিজেপির সংবিধানে এমন কোনও নিয়ম নেই। ২০২৯ সালের লোকসভা নির্বাচনেও দলকে নেতৃত্ব দেবেন মোদীই, জানিয়েছিলেন শাহ। তবে ভাগবতের মন্তব্য নিয়ে নতুন করে আবার অবসর জল্পনা শুরু হয়ে গেল। ২০২৪ সালের লোকসভা ভোটে জিতে তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মোদী। ২০২৯ সালে তিনি পৌঁছে যাবেন ৭৯ বছর বয়সে। তত দিন তিনি একই ভাবে বিজেপির শীর্ষ পদে থাকেন কি না, যদি না-থাকেন, তবে তাঁর উত্তরসূরি কে হবেন, তা নিয়ে চর্চা শুরু হয়েছে।

Advertisement
আরও পড়ুন