Gujarat Incidnet

মোবাইল কিনে দিতে নারাজ স্বামী! অভিমানে আত্মঘাতী স্ত্রী

মৃত মহিলার নাম ঊর্মিলা খানান রিজান। নেপালের বাসিন্দা। তবে বিবাহসূত্রে থাকতেন অরাবল্লীর মোডাশায়। স্বামী, পুত্র নিয়ে তাঁর সংসার ছিল। এলাকায় একটি চাইনিজ় খাবারের দোকান চালাতেন স্বামী-স্ত্রী মিলে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬ ২২:১৬
Wife commits suicide after husband refuses to buy her a mobile phone in Gujarat

— ফাইল চিত্র।

মোবাইল ফোন কিনে দিতে চাননি স্বামী। সেই নিয়ে বচসা বাধে। রাগে-অভিমানে আত্মঘাতী হলেন স্ত্রী! ঘটনাটি ঘটেছে গুজরাতের অরাবল্লী জেলায়।

Advertisement

জানা গিয়েছে, মৃত মহিলার নাম ঊর্মিলা খানান রিজান। নেপালের বাসিন্দা। তবে বিবাহসূত্রে থাকতেন অরাবল্লীর মোডাশায়। স্বামী, পুত্র নিয়ে তাঁর সংসার ছিল। এলাকায় একটি চাইনিজ় খাবারের দোকান চালাতেন স্বামী-স্ত্রী মিলে। কিন্তু ছন্দপতন ঘটল একটি মোবাইল ফোন কেনাকে কেন্দ্র করে।

স্বামীর কাছে একটি মোবাইল ফোনের আবদার করেছিলেন ঊর্মিলা। কিন্তু আর্থিক অনটনের কারণে সেই ফোন কিনে দিতে চাননি ঊর্মিলার স্বামী, যা নিয়ে দু’জনের মধ্যে অশান্তি বাধে। অভিযোগ, রাগে-অভিমানে নিজের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন ঊর্মিলা। স্থানীয় বাসিন্দারা বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় মোডাশা থানার পুলিশ। তারা দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। দুর্ঘটনার কারণে মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। শুধু মোবাইল ফোন না-কিনে দেওয়া কারণেই আত্মঘাতী না কি ঊর্মিলার মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Advertisement
আরও পড়ুন