Andhra Pradesh Murder

বিরিয়ানিতে ঘুমের ওষুধ মিশিয়ে প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন, দেহের পাশে বসে রাতভর পর্নোগ্রাফি দেখলেন স্ত্রী!

সম্প্রতি নাগরাজু জানতে পারেন, এক যুবক তাঁদের বাড়িতে প্রায়ই আসেন। বিষয়টি জানার পর নজরদারি শুরু করেন। হাতেনাতে ধরার পরিকল্পনা করেছিলেন নাগরাজু।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ ১৮:৩৬
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

বিরিয়ানিতে ঘুমের ওষুধ মিশিয়ে প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুনের অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। শুধু তা-ই নয়, স্বামীর দেহের পাশে বসে রাতভর পর্নোগ্রাফি ভিডিয়োও দেখলেন তিনি। ঘটনাটি অন্ধ্রপ্রদেশের গুন্টুরের।

Advertisement

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত মহিলার নাম লক্ষ্মী মাধুরী। স্বামী লোকম শিবা নাগরাজুকে খুনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। নাগরাজু পেশায় একজন পেঁয়াজ ব্যবসায়ী। তদন্তকারীরা জানতে পেরেছেন, এলাকারই এক যুবকের সঙ্গে লক্ষ্মীর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘ দিন ধরেই দু’জনের প্রেমের সম্পর্ক চলছিল। সম্প্রতি নাগরাজু জানতে পারেন, এক যুবক তাঁদের বাড়িতে প্রায়ই আসেন। বিষয়টি জানার পর নজরদারি শুরু করেন। হাতেনাতে ধরার পরিকল্পনা করেছিলেন নাগরাজু। কিন্তু তাঁর স্ত্রী আগেই আঁচ করতে পেরেছিলেন যে, নাগরাজু তাঁর প্রেমের বিষয়টি টের পেয়েছেন। আর তখন থেকেই শুরু হয় নাগরাজুকে রাস্তা থেকে সরিয়ে ফেলার পরিকল্পনা।

পুলিশ জানিয়েছে, লক্ষ্মী এবং তাঁর প্রেমিক গোপী দু’জনে মিলে নাগরাজুকে খুন করার পরিকল্পনা করেন। ঘটনার রাতে লক্ষ্মী বিরিয়ানি বানিয়েছিলেন। নাগরাজুকে খেতে দেওয়ার আগে বিরিয়ানিতে ঘুমের ওষুধ মিশিয়ে দেন বলে অভিযোগ। সেই বিরিয়ানি খাওয়ার পর গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন নাগরাজু। রাত সাড়ে ১১টা নাগাদ লক্ষ্মীর প্রেমিক আসেন। তার পর নাগরাজুর বুকের উপর বসে চেপে ধরেন। অন্য দিকে, বালিশ নিয়ে নাগরাজুর মুখে ঠেসে ধরেন লক্ষ্মী। নাগরাজুর মৃত্যু নিশ্চিত হওয়ার পর লক্ষ্মীর প্রেমিক চলে যান। স্বামীর দেহ নিয়ে ঘরে একাই থাকেন লক্ষ্মী। তদন্তকারীরা জানতে পেরেছেন, নাগরাজুর দেহের পাশে বসে রাতভর পর্নোগ্রাফি দেখেন। ভোর ৪টের সময় পড়শিদের ডেকে জড়ো করেন লক্ষ্মী। তাঁদের কাছে দাবি করেন, নাগরাজুর হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। কিন্তু প্রতিবেশীদের সন্দেহ হওয়ায় তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ এসে নাগরাজুর দেহ উদ্ধার করে নিয়ে যায়। ময়নাতদন্তে জানা গিয়েছে, শ্বাসরোধের কারণে মৃত্যু হয়েছে রাজুর। তার পরই লক্ষ্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। তদন্তকারীদের দাবি, তখনই খুনের কথা স্বীকার করেন লক্ষ্মী। লক্ষ্মীর বয়ানের ভিত্তিতে তাঁর প্রেমিক গোপীকেও গ্রেফতার করা হয়েছে।

Advertisement
আরও পড়ুন