Delhi Stray Dogs

পথকুকুরের কামড়! পুরসভার কাছে ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ চাইলেন দিল্লির যুবতী, কোন নিয়ম মেনে হিসাব

২০২৩ সালের পঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টের দেওয়া এক নির্দেশের ভিত্তিতে ক্ষতিপূরণের অঙ্ক হিসাব করেছেন প্রিয়াঙ্কা। নির্দেশে বলা হয়েছিল, আক্রান্তের শরীরে কুকুরের কতগুলি দাঁতের চিহ্ন বসে গিয়েছে, চামড়া কিংবা মাংস খুবলে নেওয়া হয়েছে কি না— ইত্যাদির উপর ভিত্তি করে ক্ষতিপূরণের অঙ্ক নির্ধারিত হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৫ ১৬:৪৮

— ফাইল চিত্র।

চলতি বছরের শুরুর ঘটনা। দিল্লির রাস্তায় এক যুবতীকে আক্রমণ করেছিল একদল পথকুকুর। ওই ঘটনায় এ বার দিল্লি পুরসভার কাছে শারীরিক, মানসিক এবং আর্থিক ক্ষয়ক্ষতির জন্য মোট ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ চেয়ে বসলেন ওই যুবতী!

Advertisement

জানা গিয়েছে, আক্রান্ত যুবতীর নাম প্রিয়াঙ্কা রাই। চলতি বছরের মার্চ মাসে দক্ষিণ দিল্লির মালব্য নগরের খিড়কি ভিলেজ রোডের কাছে মোটরসাইকেলের পিছনে বসে যাচ্ছিলেন প্রিয়াঙ্কা। সে সময় আচমকা একদল পথকুকুর তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে। প্রায় ১০ মাস আগের ওই ঘটনায় সম্প্রতি পুরসভার কাছে মোটা অঙ্কের ক্ষতিপূরণ চেয়ে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। শুনতে অবাক লাগলেও রীতিমতো নিয়ম মেনেই নির্ধারণ করা হয়েছে ক্ষতিপূরণের অঙ্ক।

২০২৩ সালের পঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টের প্রণীত একটি সূত্রের ভিত্তিতে ক্ষতিপূরণের অঙ্ক হিসাব করেছেন প্রিয়াঙ্কা। হাই কোর্টের ওই নির্দেশে বলা হয়েছিল, আক্রান্তের শরীরে কুকুরের কতগুলি দাঁতের চিহ্ন বসে গিয়েছে, চামড়া কিংবা মাংস খুবলে নেওয়া হয়েছে কি না— ইত্যাদির উপর ভিত্তি করে ক্ষতিপূরণের অঙ্ক নির্ধারিত হবে। প্রতি ০.২ সেন্টিমিটার ক্ষতের জন্য দিতে হবে ২০ হাজার টাকা। সেই মতো ১২ সেন্টিমিটার ক্ষতের জন্য প্রিয়াঙ্কা ১২ লক্ষ টাকা দাবি করেছেন। এ ছাড়াও, হাই কোর্টের নির্দেশ অনুযায়ী, প্রতিটি দাঁতের দাগ বাবদ ১০,০০০ টাকা করে দেওয়ার কথা। প্রিয়াঙ্কার দাবি, তাঁর শরীরে ৪২টি দাঁতের দাগ রয়েছে। সে জন্য মোট ৪.২ লক্ষ টাকা দাবি করেছেন তিনি। এ সবের পাশাপাশি হয়রানি, মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে পড়া এবং দীর্ঘ অসুস্থতার ক্ষতিপূরণ বাবদ আরও ৩.৮ লক্ষ টাকা দাবি করেছেন ওই যুবতী।

Advertisement
আরও পড়ুন