প্রতীকী ছবি।
আবার উত্তরপ্রদেশ। এ বার রাজ্যের হাপুড় থেকে এক মহিলার অর্ধনগ্ন এবং আধপোড়া দেহ উদ্ধারকে কেন্দ্র করে হুলস্থুল পড়ে গিয়েছে উত্তরপ্রদেশের হাপুড়ে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, মহিলার বয়স তিরিশের কাছাকাছি হবে। তাঁকে গণধর্ষণ করে খুনের পর দেহ লোপাটের জন্য পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়। হাপুড়ের বাহাদুরগড় থানার লাহাদ্রা গ্রামে একটি ইটভাটার কাছে আখখেত থেকে মহিলার দেহ উদ্ধার হয়।
স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে আখখেতে ওই মহিলার দেহ পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। তাঁরাই পুলিশে খবর দেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশের একটি দল। মহিলার পরিচয় জানার চেষ্টা করা হয়। কিন্তু তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, এমন ভাবে মহিলার মুখ পুড়িয়ে দেওয়া হয়েছে যে, তাঁকে শনাক্ত করা যাচ্ছে না। সন্দেহ করা হচ্ছে, অন্য কোথাও ধর্ষণ এবং খুনের পর দেহটি লাহাদ্রা গ্রামে ফেলে গিয়েছে দুষ্কৃতীরা। তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, মহিলার পোশাকের কিছু অংশ পুড়ে গিয়েছে। তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে।
মহিলার দেহ উদ্ধারের পর তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, রিপোর্ট হাতে পেলেই স্পষ্ট হবে মৃত্যুর আসল কারণ কী। প্রসঙ্গত, গত মাসে রাজ্যের গাজ়িয়াবাদের ফ্ল্যাটের ভিতর থেকে এক মহিলার দেহ উদ্ধারের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল। ফ্ল্যাটের ভিতরে একটি সুটকেসের মধ্যে ভরা ছিল মহিলার দেহ। জানা যায়, মহিলার নাম দীপশিখা শর্মা।