Dirtiest Things in Home

স্নানঘর, কমোডের পরিচ্ছন্নতায় নজর, ঘরের আনাচ-কানাচে থাকা আরও অপরিচ্ছন্ন জিনিসে নজর পড়ে কি?

বাড়ির হেঁশেল, মেঝে, স্নানঘর, কমোড, বেসিন পরিষ্কারের দিকে নজর থাকে সকলেরই। তবে যে জিনিসগুলি নিয়মিত হাতে ধরেন তা-ও যে অসংখ্য রোগ-জীবাণুর বাহক হতে পারে ভেবেছেন কি?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৫ ২০:১৯
বাড়ির মধ্যে অপরিচ্ছন্ন তিন জিনিস কোনটি?

বাড়ির মধ্যে অপরিচ্ছন্ন তিন জিনিস কোনটি? ছবি: এআই দ্বারা প্রণীত।

বাড়ির সবচেয়ে নোংরা বা অপরিচ্ছন্ন স্থান কোনটি, প্রশ্ন উঠলে বিনা বাক্যব্যয়ে সিংহভাগই উত্তর দেবেন কমোড। বাড়ির হেঁশেল, মেঝে, স্নানঘর, কমোড, বেসিন পরিষ্কারের দিকে নজর থাকে সকলেরই। তবে যে জিনিসগুলি নিয়মিত হাতে ধরেন তা-ও যে অসংখ্য রোগ-জীবাণুর বাহক হতে পারে ভেবেছেন কি?

Advertisement

কমোডের চেয়ে মোটেই কম অপরিচ্ছন্ন নয় এমন জিনিস চোখের সামনে থাকলেও তা নিয়ে মাথা ঘামান না বেশিরভাগই। তবে সতর্ক হলে, বজায় থাকবে স্বাস্থ্য।

টিভি রিমোট: টিভির পর্দাটি সময় বিশেষে পরিষ্কার করেন, ধুলো ঝারেন তবে টিভি রিমোটে চোখ যায় কি? বাইরে থেকে এসে সোফায় বসে প্রথমেই যেটি হাতে তুলে নেন সেটি হয়তো টিভির রিমোট। খেতে খেতে চ্যানেল বদল, ধুলো ঝারতে ঝারতে সেটি হাতে ধরা নিয়মিত চলতে থাকে।

ফলে এক সপ্তাহ অন্তর টিভি রিমোট পরিষ্কার করা জরুরি। স্যানিটাইজার এবং শুকনো পরিষ্কার কাপড় দিয়ে তা মুছে নিতে পারেন। তবে সাবধানে। স্যানিটাইজার বোতামের ভিতরে চলে গেলে জিনিসটি নষ্ট হয়ে যেতে পারে।

কাটিং বোর্ড: সব্জি, ফল, মাংস কাটার বোর্ডটা কি সাবান জলে ধুয়ে নেন? সব্জি এবং কাঁচা মাছ-মাংস থেকে রোগ-জীবাণু সংক্রমণের ঝুঁকি বাড়ে। তাই শুধু জল দিয়ে নয়, সাবান এবং গরম জল দিয়ে কাটিং বা চপিং বোর্ডটি নিয়মিত পরিষ্কার করা জরুরি। ভাল হয় যদি মাছ, মাংস কাটার বোর্ড আলদা রাখা যায়।

মোবাইল: শুধু বাড়ির বাইরে নয়, স্নানঘরে বসেও মোবাইল দেখার অভ্যাস অনেকেরই আছে। দিনভর ধুলো-ময়লার সংস্পর্শে আসে মোবাইলটিও। খেতে খেতে মোবাইল দেখা, স্ক্রল করা, ছবি তোলা অনেকেরই অভ্যাস। ফলে মোবাইলটিও কিন্তু নিয়মিত পরিচ্ছন্ন করা প্রয়োজন। জীবাণুনাশক ওয়াইপ্‌স ব্যবহার করে মোবাইল পরিষ্কার করে নিন। তার পরে শুকনো কাপড় দিয়ে মুছে নিন।

Advertisement
আরও পড়ুন