DIY face wash

ঘন ঘন বদলে যাওয়া আবহাওয়ায় ব্রণ-ফুস্কুড়ির সমস্যা এড়াতে বাড়িতেই বানিয়ে নিন ফেস ওয়াশ

কারও ত্বক শুষ্ক হয়ে যায়, কারও আসে অতিরিক্ত তেলতেলে ভাব। যা থেকে মুখে ব্রণ, ফুস্কুড়ি কিংবা র‌্যাশের মতো সমস্যা দেখা যায়। এমন পরিস্থিতিতে ত্বককে ভাল রাখতে হলে কিছু বাড়তি যত্নের প্রয়োজন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ জুলাই ২০২৫ ২০:২৭

ছবি : সংগৃহীত।

হঠাৎ বৃষ্টি, হঠাৎ রোদ। তার মধ্যে তাপমাত্রার পারদও ওঠানামা করছে যখন তখন। এমন আবহাওয়ার প্রভাব শরীরের উপরে তো পড়েই, ত্বকেও দেখা দেয় নানা ধরনের সমস্যা।

Advertisement

কারও ত্বক শুষ্ক হয়ে যায়, কারও আসে অতিরিক্ত তেলতেলে ভাব। যা থেকে মুখে ব্রণ, ফুস্কুড়ি কিংবা র‌্যাশের মতো সমস্যা দেখা যায়। এমন পরিস্থিতিতে ত্বককে ভাল রাখতে হলে কিছু বাড়তি যত্নের প্রয়োজন। ত্বকের যত্ন নিতে এই বর্ষায় ব্যবহার করতে পারেন প্রাকৃতিক ফেসওয়াশ। যা মুখের ত্বকের রন্ধ্র পরিষ্কার রেখে সংক্রমণ দূরে রাখবে। তেমনই তিন ফেস ওয়াশের সন্ধান রইল।

১. মধু এবং অ্যালোভেরা

উপকরণ: ১ টেবিল চামচ মধু, আধ চা চামচ অ্যালোভেরা জেল।

প্রণালী: উপকরণগুলি একসাথে মিশিয়ে মুখে লাগান, ১৫-২০ মিনিট রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।

উপকার: মধুর অ্যান্টিব্যাকটেরিয়াল এবং আর্দ্রতা বজায় রাখার ক্ষমতা ব্রণ দূরে রাখবে। অ্যালোভেরাও ত্বকের প্রদাহ কমিয়ে ত্বককে নরম রাখতে সাহায্য করবে।

২. বেসন, হলুদ এবং চন্দন

উপকরণ: ২ টেবিল চামচ বেসন, আধ টেবিল চামচ হলুদ গুঁড়ো, আধ চা চামচ চন্দন গুঁড়ো, গোলাপ জল।

প্রণালী : সব এক সঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। মুখে লাগিয়ে মিনিট ২০ রেখে দিন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

উপকার: বেসন অতিরিক্ত তেল এবং ত্বকে জমা ময়লা দূর করতে সাহায্য করে। হলুদ এবং চন্দনে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ত্বককে ব্রণমুক্ত করার পাশাপাশি ত্বকের রংও উজ্জ্বল করতে সাহায্য করে।

৩. নারকেল তেল এবং নুন

উপকরণ: ২ টেবিল চামচ নারকেল তেল, ২ টেবিল চামচ সৈন্ধব নুন

প্রণালী: তেল এবং নুন মিশিয়ে নিন ভাল ভাবে। এ বার মিশ্রণটি কয়েক মিনিট মুখে আলতো হাতে মাসাজ করুন। তার পরে ঈষদোষ্ণ জলে ধুয়ে ফেলুন।

উপকার: ত্বকের মৃত কোষ দূর করে। যা ব্রণ-ফুস্কুড়ি এবং র‌্যাশের কারণ।

Advertisement
আরও পড়ুন