Kolkata Crime

প্রেমিকার কাঁধে ছুরির কোপ! রক্তে ভেসে গেল মুচিপাড়ার গেস্ট হাউসের ঘর, গ্রেফতার চেন্নাইয়ের যুবক

পুলিশ সূত্রে খবর, মুচিপাড়ার বিবি গাঙ্গুলি স্ট্রিটের একটি গেস্ট হাউসে ৪১২ নম্বর ঘরে ছিলেন ৪০ বছরের যুবক এবং তাঁর প্রেমিকা। মহিলার কাঁধে ছুরির কোপ মারেন যুবক। রক্তে ভেসে যায় ঘর।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ ১০:২৫
কলকাতার গেস্ট হাউসে প্রেমিকের ছুরির কোপে জখম মহিলা।

কলকাতার গেস্ট হাউসে প্রেমিকের ছুরির কোপে জখম মহিলা। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

খাস কলকাতায় প্রেমিকার কাঁধে ছুরির কোপ বসালেন যুবক। প্রেমিকাকে খুনের চেষ্টার অভিযোগে মুচিপাড়ার একটি গেস্ট হাউস থেকে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর প্রেমিকা শিয়ালদহের নীলরতন সরকার হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মুচিপাড়ার বিবি গাঙ্গুলি স্ট্রিটের একটি গেস্ট হাউসে ৪১২ নম্বর ঘরে ছিলেন ৪০ বছরের যুবক এবং তাঁর ৩৮ বছর বয়সি প্রেমিকা। রবিবার বিকেল ৪টে ১৫ নাগাদ গেস্ট হাউস থেকে থানায় ফোন যায়। অভিযোগ, ঝগড়া চলাকালীন যুবক প্রেমিকার কাঁধে ধারালো ছুরি বসিয়ে দিয়েছেন। রক্তে ভেসে গিয়েছে ঘরের মেঝে। গেস্ট হাউসের কর্মচারীরা মহিলাকে উদ্ধার করেন এবং পুলিশে খবর দেন।

আক্রান্ত মহিলা উত্তর ২৪ পরগনার বাসিন্দা। কিন্তু তাঁর প্রেমিক তথা অভিযুক্ত যুবক ভিন্‌রাজ্যের বাসিন্দা। যুবক চেন্নাইয়ের জেভি নগরে থাকেন বলে জানতে পেরেছে পুলিশ। গেস্ট হাউস থেকেই তাঁকে গ্রেফতার করা হয়। কী কারণে তিনি প্রেমিকাকে আক্রমণ করলেন, ছুরি কোথায় পেলেন, তাঁদের মধ্যে কোনও বচসা হয়েছিল কি না, খতিয়ে দেখা হচ্ছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে বিশদে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। ইতিমধ্যে গেস্ট হাউস থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। আক্রান্ত মহিলার বয়ান রেকর্ডেরও চেষ্টা করছে পুলিশ।

Advertisement
আরও পড়ুন