Moisturising Scrub for Winter

শীতে ত্বকে মৃতকোষ বাড়ছে? আর্দ্রতা নষ্ট না করে ত্বককে মৃতকোষ মুক্ত করবেন কী ভাবে?

মুশকিল হল শীতে স্ক্রাবিং করলে ত্বকের আর্দ্রতা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। ঘরোয়া কয়েকটি স্ক্রাব সে ক্ষেত্রে সাহায্য করতে পারে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ২০:৩৩

ছবি : সংগৃহীত।

শীতে ত্বকের মৃতকোষের সমস্যা বাড়ে। সাধারণ ফেসওয়াশে তা পুরোপুরি দূর হয় না। তবে স্ক্রাবিং করলে কাজ হয়। মুশকিল হল শীতে স্ক্রাবিং করলে ত্বকের আর্দ্রতা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। ঘরোয়া কয়েকটি স্ক্রাব সে ক্ষেত্রে সাহায্য করতে পারে।

Advertisement

১. মধু ও ওটমিলের প্যাক

এই প্যাকটি ত্বকের মৃতকোষ দূর করতে আলতোভাবে স্ক্রাবের কাজ করে এবং মধু ও দুধ আর্দ্রতা ধরে রাখে। ওটমিল ত্বককে শুষ্ক না করেই মৃতকোষ সরায়। মধু ও দুধ ত্বকের আর্দ্রতা ধরে রাখে।

উপকরণ: ২ চামচ ওটমিল গুঁড়ো, ১ চামচ মধু, কাঁচা দুধ বা দই ২ চামচ।

ব্যবহার পদ্ধতি: সব উপকরণ একসাথে মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করুন। মুখে লাগিয়ে ৫ মিনিট রাখুন। আলতো হাতে বৃত্তাকারে ২ মিনিট মাসাজ করুন। তার পরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।

২. কলা ও অলিভ অয়েলের প্যাক

শুষ্ক ও সংবেদনশীল ত্বকের জন্য এটি খুবই উপযোগী। কলা ত্বককে পুষ্টি দেয় এবং অলিভ অয়েল আর্দ্রতা জোগায়। কলাতে থাকা ভিটামিন এ এবং পটাশিয়াম ত্বককে কোমল ও আর্দ্র রাখে।

উপকরণ: অর্ধেক কলা, অলিভ অয়েল বা আমন্ড অয়েল ১/২ চামচ, মধু ১/২ চামচ।

ব্যবহার পদ্ধতি: কলা ভাল ভাবে ব্লেন্ড করে নিন। তার সঙ্গে তেল ও মধু মিশিয়ে প্যাকটি মুখে ও গলায় লাগিয়ে রাখুন ১৫-২০ মিনিট। তার পরে জল দিয়ে ধুয়ে নিন।

৩. কফি ও দইয়ের প্যাক

কফি ত্বকের মৃতকোষ সরাতে সাহায্য করে এবং রক্ত সঞ্চালন বাড়ায়, যা ত্বককে উজ্জ্বল করে। দই আর্দ্রতা যোগায় ও দাগ-ছোপ হালকা করে। ক্যাফেইন ত্বককে পুনরুজ্জীবিত করে এবং দই ল্যাকটিক অ্যাসিডের মাধ্যমে মৃতকোষ দূর করে।

উপকরণ: কফি পাউডার ১ চামচ, টক দই কাঁচা দুধ ২ চামচ, হলুদ সামান্য।

ব্যবহার পদ্ধতি: সব উপকরণ মিশিয়ে নিন। প্যাকটি মুখে লাগিয়ে ১ মিনিট খুব আলতোভাবে মাসাজ করুন। আরও ১০-১২ মিনিট রেখে দিন। ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।

Advertisement
আরও পড়ুন