Rahul Talks to PCC leaders

যুবভারতী-কাণ্ডে ‘হতাশ’ রাহুল

কর্মসূচির ফাঁকে রাহুল ও সাংসদ প্রিয়ঙ্কা গান্ধীর সঙ্গে দেখা করেছেন শুভঙ্কর। পশ্চিমবঙ্গে কংগ্রেসের সাংগঠনিক অবস্থা, রাজনৈতিক পরিস্থিতি, ভবিষ্যৎ কর্মসূচি-সহ বিভিন্ন বিষয় নিয়ে প্রিয়ঙ্কা ও শুভঙ্করের মধ্যে আলোচনা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫ ০৫:৫১
রাহুল গান্ধী।

রাহুল গান্ধী। — ফাইল চিত্র।

লিয়োনেল মেসিকে দেখতে যুবভারতী ক্রীড়াঙ্গনে যে অশান্তি হয়েছে, তা নিয়ে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের কাছে ‘হতাশা’ প্রকাশ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) নামে বিভিন্ন ‘অনিয়মে’র অভিযোগ তুলে রাহুল রামলীলা ময়দানে যে সমাবেশের ডাক দিয়েছিলেন, তাতে যোগ দিতে দিল্লি গিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার-সহ রাজ্য কংগ্রেসের নেতৃত্ব।

দিল্লিতে প্রিয়ঙ্কা গান্ধী বঢরার সঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।

দিল্লিতে প্রিয়ঙ্কা গান্ধী বঢরার সঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। —নিজস্ব চিত্র।

কর্মসূচির ফাঁকে রাহুল ও সাংসদ প্রিয়ঙ্কা গান্ধীর সঙ্গে দেখা করেছেন শুভঙ্কর। পশ্চিমবঙ্গে কংগ্রেসের সাংগঠনিক অবস্থা, রাজনৈতিক পরিস্থিতি, ভবিষ্যৎ কর্মসূচি-সহ বিভিন্ন বিষয় নিয়ে প্রিয়ঙ্কা ও শুভঙ্করের মধ্যে আলোচনা হয়েছে। পাশাপাশি, তেলঙ্গানায় মেসিকে নিয়ে সুষ্ঠু অনুষ্ঠানের জন্য সে রাজ্যে দলের মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডিকে অভিনন্দন জানিয়েছেন শুভঙ্কর। বঙ্গ ভবনে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বৈঠক হয়েছে এআইসিসি-র রাজ্যের পর্যবেক্ষক গুলাম আহমেদ মীরের।

আরও পড়ুন