Make Up tips

সারা দিন অফিস করার পরে নিমন্ত্রণ রক্ষা করতে যাওয়া? ক্লান্ত ভাব দূর করতে কী কী করতে পারেন?

অফিস সামলে তার পরে বিয়ে বাড়ি বা নিমন্ত্রণ রক্ষা করতে যান অনেকে। সাজগোজ সেরে নেন অফিসেই। সে ক্ষেত্রে সারা দিনের কাজের ক্লান্তি মুখ থেকে মুছবেন কী ভাবে?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ১৮:৪৭

ছবি : সংগৃহীত।

বিয়ের মরসুম। কিন্তু নিমন্ত্রণ পেলে তো আর অফিস ছুটি নেওয়া যাবে না। অনেক ক্ষেত্রেই অফিস সামলে তার পরে বিয়েবাড়ি, পার্টি বা নিমন্ত্রণ রক্ষা করতে যান অনেকে। সাজগোজ সেরে নেন অফিসেই। সে ক্ষেত্রে সারা দিনের কাজের ক্লান্তি মুখ থেকে মুছবেন কী ভাবে? তিনটি টোটকা কাজে লাগতে পারে।

Advertisement

১. ঠান্ডা জল

ঠান্ডা জল রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। ত্বককে মুহূর্তে সতেজ ও প্রাণবন্ত করে তুলতে পারে। এ ছাড়া এটি ক্লান্তির ছাপ দূর করতেও কার্যকর। সাধারণ ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। এবার পরিষ্কার, ঠান্ডা জল দিয়ে মুখে প্রায় ৫-১০ বার হালকা ঝাপটা দিন। নরম তোয়ালে দিয়ে আলতো করে মুছে নিন। সঙ্গে সঙ্গেই ত্বকে সতেজ এবং টানটান অনুভূতি পাবেন।

২. গোলাপ জলের স্প্রে

গোলাপ জলে রয়েছে প্রাকৃতিক টোনার, যা ত্বকের পিএইচ ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, ত্বককে আর্দ্রতা ধরে রাখে এবং এর সুগন্ধ স্নায়ুকেও শান্ত করে। ফলে মুখে স্বাভাবিক ভাবেই সতেজ ভাব আসে। একটি স্প্রে বোতলে গোলাপ জল ভরে নিন। মুখ ধোয়ার পরে মুছে নিন। তার পরে চোখ বন্ধ করে সামান্য দূরত্বে রেখে স্প্রে করুন। নিজে থেকেই শুকিয়ে যেতে দিন, অথবা আলতো করে মুছে নিন। এতে ত্বক আর্দ্র ও কোমল দেখাবে।

৩. শসার টুকরো অথবা ব্যবহার করা টি-ব্যাগ

চোখেই ক্লান্তির ভাব সবচেয়ে বেশি ফুটে ওঠে। শসা এবং টি-ব্যাগে থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট সেই ক্লান্তি দূর করে চোখে আরাম দেয়। সেই অনুভূতির প্রতিফলন দেখা যায় ত্বকেও। দুটি শসার পাতলা স্লাইস অথবা ফ্রিজে রাখা দুটি ব্যবহার করা গ্রিন টি-ব্যাগ নিন। ১০-১৫ মিনিটের জন্য চোখ বন্ধ করে শুয়ে সেগুলিকে চোখের পাতার ওপর রেখে দিন। সময় হয়ে গেলে তুলে নিন। চোখ ধোয়ার দরকার নেই।এতে চোখের ক্লান্তি দূর হবে, মুখও সতেজ দেখাবে।

Advertisement
আরও পড়ুন