Winter skin care with beetroot

শীতের ত্বক পরিচর্যায় ব্যবহার করুন বিট! কী ভাবে তা কাজে লাগাবেন? কী কী উপকার মিলতে পারে?

ত্বককে উজ্জ্বল করতে, কালচে দাগছোপ কমাতে, রোদে পোড়া ভাব দূর করতে এবং ত্বকে গোলাপি আভা আনতে সাহায্য করে বিট।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৫ ১৯:৫৭

ছবি : সংগৃহীত।

শীতে বাজারে বিট সহজলভ্য। শীতের ত্বকের পরিচর্যাতেও তা কাজে লাগানো যেতে পারে। কারণ বিটে রয়েছে ত্বকের প্রয়োজনীয় অ্যান্টি-অক্সিড্যান্ট। রয়েছে ভিটামিন সি-ও। যা ত্বককে উজ্জ্বল করতে, কালচে দাগছোপ কমাতে, রোদে পোড়া ভাব দূর করতে এবং ত্বকে গোলাপি আভা আনতে সাহায্য করে।

Advertisement

১. উজ্জ্বলতা ও আর্দ্রতার জন্য ফেস মাস্ক

এই মাস্কটি ত্বককে উজ্জ্বল করার পাশাপাশি প্রয়োজনীয় আর্দ্রতা প্রদান করে। দই ত্বককে নরম করে এবং বিটের অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের দাগছোপ কমাতে সাহায্য করে।

উপকরণ: বিটের রস ১ টেবিল চামচ, দই ১ টেবিল চামচ, মধু ১ চা চামচ

ব্যবহার পদ্ধতি: একটি বাটিতে বিটের রস, দই এবং মধু ভালোভাবে মিশিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করুন। মুখ ভালো করে পরিষ্কার করে এই মিশ্রণটি আপনার মুখে এবং ঘাড়ে সমানভাবে লাগিয়ে নিন। ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন, যতক্ষণ না মাস্কটি শুকিয়ে যায়। এরপর হালকা গরম জল দিয়ে আলতো করে ম্যাসাজ করতে করতে ধুয়ে ফেলুন।

২. ঠোঁটের কালচে ভাব দূর করার জন্য লিপ স্ক্রাব

চিনি ঠোঁটে জমে থাকা মৃত কোষ দূর করতে সাহায্য করবে। রক্ত সঞ্চালন বৃদ্ধি করবে। ফলে ঠোঁটের কালচে ভাব দূর হয়ে প্রাকৃতিক গোলাপি আভা আসবে। ঠোঁট নরম হবে।

উপকরণ: বিট বাটা বা কোরানো ১ চা চামচ, চিনি ১ চা চামচ, অলিভ তেল বা নারকেল তেল কয়েক ফোঁটা

ব্যবহার পদ্ধতি: একটি ছোট পাত্রে বাটা বা কোরানো বিট, চিনি এবং তেল মিশিয়ে নিন। এই মিশ্রণটি ঠোঁটে লাগিয়ে আলতোভাবে ২ থেকে ৩ মিনিট মাসাজ করুন। মাসাজ করার পর আরও ৫ মিনিট স্ক্রাবটি ঠোঁটে রেখে দিন। এরপর জল দিয়ে ঠোঁট ধুয়ে নরম তোয়ালে দিয়ে মুছে নিন এবং সামান্য লিপ বাম লাগিয়ে নিন।

৩. তৈলাক্ত ত্বকের ট্যান তোলার জন্য

যাদের ত্বক তেলতেলে এবং ট্যান পড়ার প্রবণতা আছে, তাদের জন্য এই প্যাকটি উপকারী। মূলতানি মাটি অতিরিক্ত তেল শুষে নেয় এবং ত্বক পরিষ্কার রাখে। বিট রোদ থেকে হওয়া ক্ষতি মেরামতে সাহায্য করে। ফলে ত্বক উজ্জ্বল দেখায়।

উপকরণ: ৩ চা চামচ বিটের রস, মুলতানি মাটি ২ টেবিল চামচ, গোলাপ জল পরিমাণমতো।

ব্যবহার পদ্ধতি: মুলতানি মাটির সঙ্গে বিটের রস এবং পরিমাণমতো গোলাপ জল মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করুন। মুখের রোদে পোড়া অংশে এবং ঘাড়ে, হাতে প্যাকটি লাগান। পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত বা ১৫ মিনিট অপেক্ষা করুন। তার পরে ঠান্ডা জলে ভিজিয়ে আলতো করে ঘষে ধুয়ে ফেলুন।

Advertisement
আরও পড়ুন