Earrings for Round Face

শ্রেয়ার মতো আপনারও কি গোল মুখ? মানানসই ৫টি দুল পরতে পারেন, রইল সাজ-কৌশল

নিজস্ব ব্যক্তিত্বের সঙ্গে মিলিয়ে কানের দুল পছন্দ করেন শ্রেয়া। তাঁর মুখমণ্ডলের আকারের সঙ্গে কি মিল রয়েছে আপনার? তা হলে গায়িকার সাজ-কৌশল জেনে নিতে পারেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ ১৮:০৯
5 earrings perfect for round shaped faces like Shreya Ghoshal, fashion tips from singer

নিজস্ব ব্যক্তিত্বের সঙ্গে মিলিয়ে কানের দুল পছন্দ করেন শ্রেয়া। ছবি: সংগৃহীত।

সুরে যেমন বিচ্যূতি নেই, তেমনই নিখুঁত তাঁর সাজ। বঙ্গকন্যা সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষালের গয়নার বাক্সের ভিতরে কী কী জিনিস রয়েছে, তার আভাস মেলে তাঁর বিভিন্ন ছবিতে। নিজস্ব ব্যক্তিত্বের সঙ্গে মিলিয়ে কানের দুল পছন্দ করেন শ্রেয়া। তাঁর মুখমণ্ডলের আকারের সঙ্গে কি মিল রয়েছে আপনার? গোলগাল মুখের জন্য কোন ধরনের দুল মানানসই, তা শ্রেয়ার সাজ-কৌশল থেকে জেনে নিতে পারেন।

Advertisement

পেঁচানো স্টাড: মূলত ঝোলা দুলেই ভর্তি শ্রেয়ার গয়নার বাক্স। তবে কখনও সখনও পুশ দেওয়া স্টাডও পরতে দেখা যায় তাঁকে। সোনালি রঙের পেঁচানো স্টাড। সাবেক বাঙালি এবং পাশ্চাত্যের পোশাক, দুই ধরনের সাজের সঙ্গেই মানানসই এই কানের দুল।

5 earrings perfect for round shaped faces like Shreya Ghoshal, fashion tips from singer

দুই ধরনের সাজের সঙ্গেই মানানসই কানের দুল। ছবি: সংগৃহীত।

সবুজ ঝোলা দুল: সবুজ রঙের পাথর বসানো ঝোলা দুলে একাধিক বার দেখা দিয়েছেন সঙ্গীতশিল্পী। লাল সালোয়ারের সঙ্গে সাদা ও সবুজ পাথরের ঝুমকো দিয়ে ভরাট হতে পারে গোলাকৃতি মুখমণ্ডল।

চাঁদবালি: রাজকীয় সাদা গাউন বা সাদা শাড়ি-ব্লাউজ়ের সঙ্গে সাদা পাথরের চাঁদবালি। মুখমণ্ডলের দু’পাশের এই সাজ সত্যিই নজরকাড়া। শ্রেয়ার মতো এমন সাজে সাজতে পারেন আপনিও।

5 earrings perfect for round shaped faces like Shreya Ghoshal, fashion tips from singer

মূলত ঝোলা দুলেই ভর্তি শ্রেয়ার গয়নার বাক্স। ছবি: সংগৃহীত।

কুন্দনের ঝোলা দুল: ভারতের প্রাচীন অলঙ্কারের ঐতিহ্যবাহী রূপ, কুন্দন। সেই উপকরণে তৈরি কানের ঝোলা দুল নেমে আসে কয়েক ধাপ। একাধিক ছবিতে কুন্দনের ঝোলা দুল পরিহিত শ্রেয়াকে দেখা গিয়েছে।

5 earrings perfect for round shaped faces like Shreya Ghoshal, fashion tips from singer

গোল মুখের জন্য এই ধরনের সাজ খুবই মানানসই। ছবি: সংগৃহীত।

পাথর বসানো রিং: বড় গোল কানের রিং। তার মাঝে আবার সবুজ পাথর বসানো। ছিমছাম অলঙ্কারে শৈল্পিক ছোঁয়া। গোল মুখের জন্য এই ধরনের সাজ খুবই মানানসই।

Advertisement
আরও পড়ুন