Different Ways of Wearing Kurta

আপনি কিসের সঙ্গে কুর্তি পরেন? চোস্ত না কি জিন্‌স? নয়া কায়দায় সাজতে জানলে চোখ ফেরানো যাবে না!

কুর্তি বা কুর্তা মানেই জিন্‌স, চোস্ত বা পটীয়ালা প্যান্ট দিয়ে পরতে হবে। এ বার নতুন ধরনের সাজ দরকার আপনার। নিজের সাজগোজে অন্যের নজর টানতে হলে নয়া কায়দা শিখতে হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ জুন ২০২৫ ১৭:৫৩
5 fashion tips of how to style kurtas in new ways

৫ ভাবে কুর্তা বা কর্তি পরতে পারেন এই গ্রীষ্মে। ছবি: এআই।

আলমারি ভর্তি সুতির কুর্তি এবং কুর্তা। আবহাওয়ার খামখেয়ালিপনায় এগুলি ব্যবহার করাই সবচেয়ে সুবিধাজনক। কিন্তু কুর্তি বা কুর্তা মানেই জিন্‌স, চোস্ত বা পটীয়ালা প্যান্ট দিয়ে পরতে হবে। এ বার নতুন ধরনের সাজ দরকার আপনার। নিজের সাজগোজে অন্যের নজর টানতে হলে নয়া কায়দা শিখতে হবে। আরও ৫ ভাবে কুর্তা বা কর্তি পরতে পারেন এই গ্রীষ্মে।

Advertisement

১। ওভারসাইজ়ড ট্রাউজ়ারের সঙ্গে: সুতির বা লিনেনের একটি কুর্তার সঙ্গে পরুন চওড়া পায়ের ওভারসাইজ়ড প্লিটেড ট্রাউজ়ার বা ড্রস্ট্রিং প্যান্ট। রঙে বেশি খেলা না থাকলেই ভাল৷ সহজ সরলই বেশি মানাবে। তবে পোশাকের ভলিউমই এখানে প্রধান আকর্ষণ। তার সঙ্গে হাতে এক গোছা চুড়ি, কাঁধে চামড়ার ব্যাগও ভাল লাগবে। এ সাজ বেশ পরিপাটি, কিন্তু সচেতন ভাবে এলোমেলো রাখলে মন্দ হবে না। এবং অতিরিক্ত সাজানো যেন না হয়।

5 fashion tips of how to style kurtas in new ways

এ সাজ বেশ পরিপাটি, কিন্তু সচেতন ভাবে এলোমেলো রাখলে মন্দ হবে না। ছবি: এআই।

২। ড্রেস হিসেবে: আপনার কুর্তা কি হাঁটু ছাড়িয়ে চলে যাচ্ছে? বা হাঁটুর কাছে পৌঁছে গিয়েছে? তা হলে সেটি ড্রেস হিসেবে ব্যবহার করুন। সামনে বোতাম থাকলে কয়েকটি খুলে রাখতে পারেন। চাইলে বেল্ট দিয়ে আটকে নিতে বা পুরোই ঢিলে রাখতে পারেন। তবে বেশির ভাগ ক্ষেত্রেই কুর্তার পাশ কাটা থাকে বলে পায়ে কিছু পরতে হয়। তাই ড্রেসের নীচে হাঁটুসমান বা তার উপর পর্যন্ত কোনও প্যান্ট পরে নিতে পারেন। তাতে ড্রেসেরও সম্মানহানি হল না, আপনারও মান বাঁচল। এর সঙ্গে ব্লক-হিল স্যান্ডাল বা ফ্ল্যাট জুতো আর ক্রসবডি ব্যাগ। ব্যস, সাজ সম্পূর্ণ।

5 fashion tips of how to style kurtas in new ways

ড্রেসের নীচে হাঁটুসমান বা তার উপর পর্যন্ত কোনও প্যান্ট পরে নিতে পারেন। ছবি: এআই।

৩। জিন্‌সের সঙ্গে: জিন্‌স দিয়েই সবচেয়ে সুবিধা? তা হলে এই সাজেই একটু ভিন্নতা আনলে দেখতে ভাল লাগবে। স্ট্রেচড ডেনিম নয়, বেছে নিন চওড়া পায়ের জিন্‌স, ভিন্টেজ ওয়াশ বা ইউটিলিটি স্টাইলের কার্গো। পায়ে কোলাপুরি, ক্লগস বা স্নিকার্স থাকুক। চিরাচরিত সাজেও মাতিয়ে দেওয়া যায়।

5 fashion tips of how to style kurtas in new ways

চিরাচরিত সাজেও মাতিয়ে দেওয়া যায়। ছবি: এআই।

৪। জ্যাকেট বা ভেস্টের নীচে লেয়ার করে: ঘরে হাতকাটা কুর্তা ভর্তি, অথচ অস্বস্তির জেরে সে সব পরা বন্ধ? তা হলে তার উপর ব্লেজ়ার বা ওভারশার্ট পরে নিন। বোতাম খোলা রাখবেন। কিছু না করেও সাজে নতুন মাত্রা যোগ হবে। লেয়ারিং সঠিক ভাবে করলে কখনও ব্যর্থ হবে না সাজ। কুর্তা যদি সাদামাঠাও হয়, উপরের পোশাকটির মাধ্যমে সাজ হবে কেতাদুরস্ত। সঙ্গে যদি টিন্টেড সানগ্লাস, চামড়ার টোট ব্যাগ আর একজোড়া পা বন্ধ জুতো থাকে, বেশ মানাবে কিন্তু।

5 fashion tips of how to style kurtas in new ways

লেয়ারিং সঠিক ভাবে করলে কখনও ব্যর্থ হবে না সাজ। ছবি: এআই।

৫। আশ্চর্য জুটি: আলমারিতে থাকা সবচেয়ে আশ্চর্য পোশাকটির সঙ্গে জুটি বাঁধাতে পারেন কুর্তাকে। ধরা যাক, সিল্ক কুর্তার সঙ্গে প্যারাশুট প্যান্ট। হ্যাতে বোনা কুর্তার সঙ্গে বক্সার শর্টস্‌। চিকনকারি কুর্তির সঙ্গে বাস্কেটবল স্নিকার্স। আপনার যেটা ভাল লাগবে, সেটাই হবে সাজ।

5 fashion tips of how to style kurtas in new ways

আলমারিতে থাকা সবচেয়ে আশ্চর্য পোশাকটির সঙ্গে জুটি বাঁধাতে পারেন কুর্তাকে। ছবি: এআই।

Advertisement
আরও পড়ুন