Haircut Ideas

গোলগাল মুখ হয়ে উঠবে সরু, চুলে ৫ রকমের ছাঁট দিয়ে দেখুন, ওজন না ঝরিয়েও ছিপছিপে দেখাবে

চুলের ছাঁটে মুখের গড়ন পাল্টে ফেলতে চান সিংহভাগ মহিলা। তাঁরা চান এমন একটি হেয়ারকাট, যাতে কপাল বেশি বড় না দেখায়, যাতে মুখ সরু দেখায়। আপনিও কি তাঁদের দলে?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৫ ১১:১২
এমন কায়দায় চুল কাটুন, যাতে মুখের গড়নে বদল আসে।

এমন কায়দায় চুল কাটুন, যাতে মুখের গড়নে বদল আসে। ছবি: সংগৃহীত।

চুল কাটার উদ্দেশ্য আর কেবল চুলের স্বাস্থ্যরক্ষা বা কেশসজ্জার সৌন্দর্যবৃদ্ধি নয়। চুলের ছাঁটে মুখের গড়ন পাল্টে ফেলতে চান সিংহভাগ মহিলা। তাঁরা চান এমন একটি হেয়ারকাট, যাতে কপাল বেশি বড় না দেখায়, যাতে মুখ সরু দেখায়। আপনিও কি তাঁদের দলে? তা হলে পাঁচ রকমের ছাঁট দিতে পারেন চুলে।

Advertisement

লং লেয়ারস: মুখ সরু দেখানো উদ্দেশ্য? তা হলে একটি সর্বজনীন হেয়ারকাট রয়েছে, লং লেয়ারস। দৈর্ঘ্য দৃষ্টিভ্রম ঘটাতে পারে, তাই মুখ সরু দেখায়। কিন্তু যিনি চুল কাটছেন, তাঁকে বলবেন থুতনির নীচ থেকে শুরু করে ফেস-ফ্রেমিং লেয়ারগুলি রাখতে। মুখের দু’পাশ ছুঁয়ে থাকে চুলগুলি। দৃশ্যত মুখকে লম্বা দেখায়। ঢেউ বা কার্ল রাখলে আরও উপকার পাবেন।

 লং লেয়ারস।

লং লেয়ারস। ছবি: সংগৃহীত।

সাইড ব্যাংস: কপাল প্রশস্ত হলে এই হেয়ারকাট খুব কার্যকরী। এতে কপাল তুলনামূলক ভাবে ছোট দেখাবে। গোলগাল মুখের আকার বদলে দিতে পারে এই হেয়ারকাট। তা ছাড়া, সাইড ব্যাংস কাটলে কেশসজ্জায় বৈচিত্র আনা যায়। পনিটেল বা খোঁপা করে সামনের অংশ খোলা রাখতে পারেন। অথবা চুল না বাঁধলেও সুন্দর দেখায়।

সাইড ব্যাংস।

সাইড ব্যাংস। ছবি: সংগৃহীত।

উঁচু পনিটেল বা খোঁপা: পরিষ্কার, টিপটপ চেহারা পেতে অনেকেই উঁচু পনিটেল বা খোঁপা করেন। এতে গোটা মুখ স্পষ্ট হয় বটে, কিন্তু মুখের আকারে পরিবর্তন আসে। মুখ লম্বাটে এবং টানটান দেখায়। তবে চুল বাঁধার ক্ষেত্রে অল্পবিস্তর নিয়ম মাথায় রাখতে হবে। মাথার তালুতে থাকা চুলগুলিকে একটু ফুলিয়ে নিলে বেশি ভাল লাগবে। মুখ বা কানের চারপাশে কয়েক গোছা চুল খুলে আলগা করে দিতে হবে। এতে চুলে টানও পড়বে না, আর খানিক ক্যাজ়ুয়াল হবে লুক।

 উঁচু পনিটেল বা খোঁপা।

উঁচু পনিটেল বা খোঁপা। ছবি: সংগৃহীত।

লং বব: এই হেয়ারকাটে চুলের প্রান্ত এসে ঠেকবে কণ্ঠাস্থি বা থুতনির মাঝামাঝি। ঢেউখেলানো বা স্ট্রেট— চুলের ধরন যা-ই হোক, এই হেয়ারকাটে চোয়াল এবং হনু প্রকট হয়ে ওঠে। ফলে মুখ রোগা দেখায়। চুলের ঢেউয়ের প্রান্তগুলি খুব বেশি কোঁকড়া না করলেই ভাল।

লং বব।

লং বব। ছবি: সংগৃহীত।

কার্টেন ব্যাংস: মুখ রোগা দেখানোর জনপ্রিয় কৌশল। এই হেয়ারকাটে ব্যাংস দু’পাশে ভাগ করা থাকে। চুলের দুই অংশ বেশি লম্বা থাকে। মুখের দু’টি পাশে পর্দার মতো ঝুলে থাকে চুলগুলি। তাতে মুখের গড়ন সরু দেখায়। সাইড ব্যাংস, বা পুরোপুরি ব্যাংস হেয়ারকাটের জন্য প্রস্তুত না থাকলে কার্টেন ব্যাংস করা যায়।

কার্টেন ব্যাংস

কার্টেন ব্যাংস ছবি: সংগৃহীত।

Advertisement
আরও পড়ুন