Summer Hairstyle Tips

ঘামে চুল আটকে থাকে ঘাড়ে? বেঁধে ফেলতে পারেন ৫ ভাবে, এমন কেতাদুরস্ত সাজ নজর কাড়বে সবার

প্যাচপেচে গরমে চুল উড়িয়ে হেঁটে বেড়ানোর আনন্দই পাওয়া যায় না। তাই যে ভাবে হোক ব্যান্ড দিয়ে চুল আটকে অথবা ঘাড় থেকে চুল তুলে আটকে দিয়েই আরাম। কিন্তু তাতে যে কায়দা, ফ্যাশন, সাজের দফারফা হয়ে যায়! এমন উপায় বার করতে হবে, যাতে দু’দিকই রক্ষা হয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ জুন ২০২৫ ১১:১২
5 hairstyles for humid summer which can be fashionable and convenient

কেতাদুরস্ত কেশসজ্জার ৫ কৌশল শিখে নিন। ছবি: সংগৃহীত।

গরমের জ্বালায় পিঠ পর্যন্ত বা ঘাড় পর্যন্ত চুল খুলে কায়দা করা যায় না। গরমের চোটে এমনকি ভেজা চুলও বেঁধে রাখলে আরাম। ঘামের চোটে চুল উড়িয়ে হেঁটে বেড়ানোর আনন্দই পাওয়া যায় না। তাই যে ভাবে হোক ব্যান্ড দিয়ে চুল আটকে অথবা ঘাড় থেকে চুল তুলে আটকে দিয়েই আরাম। কিন্তু তাতে যে কায়দা, ফ্যাশন, সাজের দফারফা হয়ে যায়! এমন উপায় বার করতে হবে, যাতে দু’দিকই রক্ষা হয়।

Advertisement

ঘামে জট পড়ে যাওয়া, কুঁকড়ে যাওয়া ইত্যাদি থেকে চুলকে বাঁচিয়ে কেতাদুরস্ত কেশসজ্জার ৫ কৌশল শিখে নিন—

১। খোঁপা: প্রতিটি চুল যেন থাকে জায়গা মতো। তবেই আরাম পাওয়া যাবে গরমে। মাথার পিছনে খোঁপা শুনে সাদামাঠা মনে হলেও সাজে অনন্যতা আনা যায় খোঁপার সাহায্যে। চুলে লিভ-ইন কন্ডিশনার অথবা হালকা তেল লাগিয়ে নিন খোঁপা বাঁধার পর। এর ফলে চুলে সূর্যের অতিবেগনি রশ্মির আঁচ কম লাগবে।

5 hairstyles for humid summer which can be fashionable and convenient

খোঁপা। ছবি: সংগৃহীত।

২। বিনুনি করা পনিটেল: উঁচু থেকে ঝুলবে পনিটেল। কিন্তু পুরোটাই বিনুনি করা। ফলে ঘাড় থেকে দূরে থাকবে চুল। জটও পড়বে না, ঘামে কুঁকড়েও যাবে না। মসৃণ করার জন্য বিনুনি করার আগে ঝুঁটি বেঁধে নিয়ে স্টাইলিং জেল মেখে নিতে পারেন।

5 hairstyles for humid summer which can be fashionable and convenient

বিনুনি করা পনিটেল। ছবি: সংগৃহীত।

৩। বাব্‌ল পনিটেল: কেবল কেতাদুরস্ত নয়, ভাঙন ধরা কমিয়ে চুলকে রক্ষা করতে সাহায্য করে এই কেশসজ্জা। সাধারণ পনিটেল করার পর কয়েক ইঞ্চি অন্তর অন্তর গার্ডার দিয়ে বেঁধে দিন। এর ফলে বুদ্বুদের মতো দেখতে লাগবে। তাই এর নাম বাব্‌ল পনিটেল।

5 hairstyles for humid summer which can be fashionable and convenient

বাব্‌ল পনিটেল। ছবি: সংগৃহীত।

৪। ডাব্‌ল বান: দু’টি বিনুনি, দু’টি পনিটেল এখন অতীত। দু’টি খোঁপাই এখন কেতাদুরস্ত। ঘন, কোঁকড়ানো চুল সামলানো কঠিন হলে এই কায়দায় চুল বাঁধতে পারেন। দেখতেও সুন্দর, গরমেও আরাম। উঁচুতে বেঁধে টিপটপ রাখতে পারেন। অথবা নীচে বেঁধে অগোছালো রাখতে পারেন।

5 hairstyles for humid summer which can be fashionable and convenient

ডাব্‌ল বান। ছবি: সংগৃহীত।

৫। স্কার্ফই সঙ্গী: কখনও কখনও গরম থেকে বাঁচতে আস্তরণের প্রয়োজন পড়ে। স্কার্ফের সাহায্যে হেডর‌্যাপ তৈরি করে কেতাদুরস্ত সাজতে পারেন। ব্যান্ডানা হোক বা পাগড়ি অথবা কানচাপাটি, সব রকম ভাবেই চুলকে আটকে নিতে পারেন।

5 hairstyles for humid summer which can be fashionable and convenient

স্কার্ফে কেশসজ্জা। ছবি: সংগৃহীত।

গ্রীষ্মে চুলের যত্ন নেবেন কী ভাবে?

গরমে ত্বককে হাইড্রেটেড রাখতে যদি ময়েশ্চারাইজ়ার ব্যবহার করেন, তা হলে চুলে কেন নয়? নিয়মিত লিভ-ইন কন্ডিশনার এবং হাইড্রেটিং স্প্রে ব্যবহার করা উচিত। সূর্যের অতিবেগনি রশ্মির হাত থেকে চুলকে বাঁচানোর জন্য প্রয়োজনীয় সামগ্রী কিনে রাখতে পারেন। বাইরের আবহাওয়া এত গরম থাকাকালীন চুলে তাপ দেওয়া সঠিক নয়। আপনার বালিশের কভার কি সুতির? চুলে ভাঙন ধরা কমাতে সাটিন অথবা সিল্কের বালিশ-কভার ব্যবহার করা শুরু করুন।

Advertisement
আরও পড়ুন