Trendy Beauty Products

মেকআপের একাধিক ধাপ কমানো, চুল ও ত্বকের নয়া সুবাস! ৫টি নতুন রূপপণ্য থাকুক সাজ-টেবিলে

নতুন নতুন রূপপণ্য নিয়মিত বাজারে আসে। সেখান থেকেই এমন কিছু রূপপণ্য বেছে দেওয়া হল, যা ব্যবহারযোগ্য, নতুন যুগের চাহিদার সঙ্গে মানানসই এবং দৈনন্দিন ত্বকচর্চার রুটিনে সত্যিই জায়গা করে নিতে পারে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬ ১৮:০৬
বাজারে নতুন নতুন ত্বকের প্রসাধনী।

বাজারে নতুন নতুন ত্বকের প্রসাধনী। ছবি: এআই সহায়তায় প্রণীত।

ঘরোয়া রূপচর্চার হিড়িক বেড়েছে ঠিকই, কিন্তু সৌন্দর্য জগতে নিত্যনতুন আবিষ্কারও বন্ধ হয়নি। তার কারণ অনেক ক্ষেত্রে, নামীদামি সংস্থার কোনও একটি রূপপণ্য নির্দিষ্ট সমস্যাটির সমাধান করে। ফলে সব ক্ষেত্রেই হলুদ, বেসন, টম্যাটো কাজে না-ও আসতে পারে। কারও কাছে ত্বকের যত্ন, কারও কাছে মেকআপ, আবার কারও কাছে শরীরের সুবাসই সবচেয়ে বড় আকর্ষণ। প্রতিটি ক্ষেত্রেই নতুন নতুন পণ্য নজরে আসে। সেখান থেকেই এমন কিছু রূপপণ্য বেছে দেওয়া হল, যা ব্যবহারযোগ্য, নতুন যুগের চাহিদার সঙ্গে মানানসই এবং দৈনন্দিন ত্বকচর্চার রুটিনে সত্যিই জায়গা করে নিতে পারে।

Advertisement

১। ল্যানেইজ় স্মুদি মেকআপ সিরাম

দাম- ১,৬৬০ টাকা

ল্যানেইজ় স্মুদি মেকআপ সিরাম।

ল্যানেইজ় স্মুদি মেকআপ সিরাম। ছবি: সংগৃহীত।

মেকআপ করার আগে একাধিক ধাপ পেরোতে হয়। ত্বক যদি প্রস্তুত না-ই থাকে, তা হলে তাতে মেকআপ বসবে না। কিন্তু রোজের সাধারণ মেকআপের জন্যও এত কসরত করতে কার ইচ্ছে করে! তার বদলে যদি একটি ধাপেই কার্যসিদ্ধি হয়? ল্যানেইজ়-এর এই নতুন মেকআপ সিরামটি এমন ভাবে তৈরি, যাতে এটি একসঙ্গে একাধিক কাজ করে। ত্বকে লাগালে এটি প্রথমেই মসৃণ ভাব এনে দেয়। ছিদ্রের উপস্থিতি চোখে পড়ার মতো থাকে না আর। অতিরিক্ত তেলচিটে ভাব কমে আসে। যাঁরা প্রতি দিন হালকা মেকআপ করেন বা মেকআপ দীর্ঘ সময় ধরে মুখে রাখতে হয়, তাঁদের জন্য এই ধরনের সিরাম বেশ কাজে লাগে। আলাদা করে প্রাইমার ব্যবহার না করলেও চলে, ফলে সময়ও বাঁচে। মুখের উপর একাধিক স্তর তৈরি না করেই প্রাইমার এবং ময়েশ্চারাইজ়ারের কাজ করে স্মুদি মেকআপ সিরাম।

২। অ্যানাস্টাসিয়া বিভারলি হিলস স্মুদ ব্লার ব্রোনজ়ার

দাম- ৫০০০ টাকা

অ্যানাস্টাসিয়া বিভারলি হিলস স্মুদ ব্লার ব্রোনজ়ার।

অ্যানাস্টাসিয়া বিভারলি হিলস স্মুদ ব্লার ব্রোনজ়ার। ছবি: সংগৃহীত।

নতুন এই ব্রোনজ়ারটি বিশেষ ভাবে জনপ্রিয় হয়েছে নরম টেক্সচারের জন্য। ত্বকে লাগালে এটি খুব সহজে মিশে যায় এবং কৃত্রিম বা ভারী দেখায় না। সাধারণত অন্য একাধিক ব্রোনজ়ার মুখের উপর ভারী মনে হতে পারে। মুখে স্বাভাবিক উষ্ণতা এনে দেয়। যাঁরা অতিরিক্ত কড়া কনটোর পছন্দ করেন না, কিন্তু মুখে একটু টেক্সচার তৈরি করতে চান, তাঁদের জন্য এই ব্রোনজ়ার উপযোগী। এটি যেমন মেকআপের উপরও ব্যবহার করা যায়, তেমনই মেকআপের নীচেও মাখা যাবে। আবার মুখে কেউ কিছু মাখতে না চাইলে এটা ব্যবহার করতে পারেন।

৩। কেলভিন ক্লেইন হেয়ার অ্যান্ড বডি পারফিউম মিস্ট

দাম- ৩,৩০০ টাকা

কেলভিন ক্লেইন হেয়ার অ্যান্ড বডি পারফিউম মিস্ট।

কেলভিন ক্লেইন হেয়ার অ্যান্ড বডি পারফিউম মিস্ট। ছবি: সংগৃহীত।

কেলভিন ক্লেইনের হেয়ার অ্যান্ড বডি পারফিউম মিস্টগুলির বিশেষত্ব হল, এগুলি চুল ও শরীর, দু’জায়গাতেই ব্যবহার করা যায়। গন্ধ খুব হালকা, তাই আলাদা করে আবার ভারী সুবাস ব্যবহার না করলেও চলে। চাইলে একটির সঙ্গে অন্য উপাদান ব্যবহার করতে পারেন। নয়তো কেবল এটিই মুখেও মাখা যায়। সবচেয়ে সুবিধা হল, এটি মাখলে ত্বক তেলচিটে হয় না।

৪। ম্যাভেরিক অ্যান্ড ফার্মার, দ্য বেয়ার বার রোস্টেড লিপ বাম

দাম- ১৯৯ টাকা

ম্যাভেরিক অ্যান্ড ফার্মার, দ্য বেয়ার বার রোস্টেড লিপ বাম।

ম্যাভেরিক অ্যান্ড ফার্মার, দ্য বেয়ার বার রোস্টেড লিপ বাম। ছবি: সংগৃহীত।

কফি বিক্রেতা সংস্থা ম্যাভেরিক অ্যান্ড ফার্মার এবং দ্য বেয়ার বার কফি দিয়ে এই রোস্টেড লিপ বাম বানানোর জন্য হাত মেলালেন। কফি প্রক্রিয়াকরণের পর পড়ে থাকা অংশ দিয়ে এই লিপবাম বানানো হয়। এতে থাকা প্রাকৃতিক উপাদান ঠোঁটকে নরম রাখতে সাহায্য করে। নিয়মিত ব্যবহার করলে ঠোঁট শুষ্ক হয়ে যাওয়ার সমস্যা কমে এবং ভারী কিছু লাগানোর অনুভূতিও হয় না।

৫। ওনিতসুকা টাইগার ও দাহ পারফিউম

দাম- ১৩,৫০০ টাকা

ওনিতসুকা টাইগার ও দাহ পারফিউম।

ওনিতসুকা টাইগার ও দাহ পারফিউম। ছবি: সংগৃহীত।

জাপানি সংস্থা ওনিতসুকা টাইগার প্রথম বার সুবাসের জগতে পা রেখেছে। তাদের সংগ্রহে রয়েছে একাধিক আলাদা ধাঁচের গন্ধ। প্রতিটি সুবাসের চরিত্র আলাদা—কোথাও হালকা ও সতেজ, কোথাও কড়া ভাব। যাঁরা এক ধরনের সুবাসে আটকে থাকতে চান না, বরং মেজাজ অনুযায়ী সুবাস বদলাতে ভালবাসেন, তাঁদের জন্য এটি খুবই কার্যকর।

Advertisement
আরও পড়ুন